মানব ধর্মই শ্রেষ্ঠ

জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে

ধর্মীয় সম্প্রীতির দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ।হিন্দু, মুসলিম,খ্রিস্টান,বৌদ্ধসহ অন্যান্য ধর্মের লোক সম্প্রীতির মধ্যে দিয়ে এ দেশে বাস করে । তারপরও বর্তমানে ধর্মীয় সহিংসতা দেশের উন্নয়নে বাঁধার প্রধান কারণ । পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ,ঐক্য গড়ে উঠলে আমাদের দেশ এবং দশের উন্নয়ন সম্ভব।

আমাদের সকলের একটাই পরিচয়্  জাতি, ধর্ম , বর্ণ  নির্বিশেষে সকলে আমরা মানুষ । মানব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নাই ।দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেতে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। 


Hoimonti Shukla

137 Blog posts

Comments