ক্যামেরা ম্যান:
নামটা অনেক আদরের।
ছোট থেকে আজ ১৮ বছর যাবত আমি এ নাম নিয়ে পথ চলতেছি।
আমি মীম ছোট থেকেই আমি দুষ্টমি করতাম আমি একজন সাংবাদিক। আমার চ্যানেলের নাম নাই টিভি।
এ চ্যানেলে এমন কোনো প্রতিবেদন নেই যা উপস্থাপন হয় না।
আমার তখন ৬ বছর এখন আমার তো কোনো ক্যামেরা ম্যান নেই তাহলে আমি কিভাবে নাই টিভি চ্যানেল পরিচালনা করবো?
তারপর হঠাৎ ২২/১০/২০০৬ সালে রাত আনুমানিক ১ টা আল্লাহ তা'আলা আমার জন্য একটা ক্যামেরাম্যান পাঠায় আলহামদুলিল্লাহ ❤️আমি তো শুধু শুনেছি রুপার বোন হয়েছে এক লাফে দেখতে চলে গেছি। মাশা-আল্লাহ ছোট একটা পরী ছানা? শুধু ডানা দুটো নেই।
ভাগ্যিস নেই তাহলে ফুরুত হয়ে উড়াল দিতো পড়ে আমি ক্যামেরা ম্যান পাবো কোথায়।
আস্তে আস্তে ক্যামেরা ম্যান বড় হতে লাগলো কেবল মাত্র ২/৩ বছর ওরে কি যে পাজি কোলে তুলতে গেলেই ছু মেরে খামচি কাটে?মুখটা আমার দফারফা।
এই ক্যামেরা ম্যানের জন্য আমি দাদীর হাতে জীবনের প্রথম কষে একটা থাপ্পড় খাঔ?আসলে দাদী আমাকে অন্য একটা বোন মনে করে ছিলো।ভাবছিলো আমি পাখি।।ক্যামেরা ম্যান কান্না করতেছিলো তাই আমি ওরে কোলে নিয়ে মাছ দেখায়তে ছিলাম কাঁচের জাড়ের দাদী মনে করছে পাখি হয়তো মাছ হাত দিয়ে ধরতেছে পিছন থেকে দেখছে খেয়াল করতে পারিনি কারন আমি পাখি লাখি পিঠাপিঠি তাই দেখতে পিছন থেকে সেম মনে হয়।আমাকে হেচকা টান মেরে ঘুরিয়ে ঠাস করে থাপ্পড় আমি তো অবাক আর আমার চোখে পানি টলমল করতেছে।। পরে আমাকে দেখে ক্যামেরাম্যান সহ আমারে বুকে নিয়ে বলে বইন আমি তো পাখি মনে করছি ও এসে মাছ ধরে তাই?পড়ে আর কি আমার কান্না থামে না জীবনে যার হাতে কোনো দিন মাইর খাওয়ার কথা না সেখানে আমি এতো জোড়ে থাপ্পড় খেলাম।কান্না না থামার জন্য আমাকে ১০ টাকা দিলো, তারপর কি আমিও টাকা নিয়ে মজা খেতে চলে গেছি?এমন টাকা পেলে প্রতিদিন একটা করে থাপ্পড় খাবো?
তারপর ক্যামেরা ম্যানের স্কুলের যাওয়ার সময় হলো একটু বড় হলো তখন থেকেই আমি ওরে ক্যামেরা ম্যান বানায় আমার সাথে ঘুরঘুর করে হাতের সাহায্য ক্যামেরা আর সাথে আমি মিডিয়া নাই ভিডির সাংবাদিক ?
আমাদের চ্যানেলে শত শত সংবাদ উপস্থাপন হয়।সবাই তা নিজে নিজ নিজ চোখ দিয়ে দেখে।
ও আচ্ছা আমি তো ক্যামেরা ম্যানের পরিচয়ই দেয়নি
ওনি আমার চাচা তো বইন @sumaiya Islan Surovi??❤️
কবে জেনো হুট করে আমার ক্যামেরা ম্যান অন্যের রাজ্যেয় চলে যায়। মেয়েদের তো আলাদা যেমন এক বাপের বাড়ি ২য় শুশুর বাড়ি।