শৈশবকাল

সব সোনালী অতীত

দেখতে দেখতে জীবন থেকে ২২টা বছর কেটে গেছে । জীবনটা আসলে কেমন যেন একটা নির্দিষ্ট ছকে বাঁধা । আজ যে সুন্দর দিন বয়ে যাচ্ছে কাল তা স্মৃতি হয়ে যাচ্ছে ।সময় যেন ছুটে চলছে তার নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতি নিয়ে ।একসময়ের শৈশব, কৈশোরকে মনে হয় এই তো কিছুদিনে আগের ঘটনা । নিয়ম করে একবেলা স্কুল যাওয়া, সমবয়সীদের সাথে খেলাধুলা করা,সন্ধ্যা হলে সকলে মিলে একসাথে বসে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া কত স্মৃতি । তখন কোনো তাড়াহুড়ো ছিল না, লোক সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা প্রতিটা মুহূর্তে মনে নাড়া দিত না । অথচ আজ কেরিয়ার গড়তে কতটা ব্যস্ত জীবন ।হারিয়ে গেল স্বপ্নময় সুন্দর সে রোমাঞ্চকর দিনগুলো ?


Hoimonti Shukla

137 Blog posts

Comments