আসসালামু আলাইকুম
সবাই তো মনের ভাব প্রকাশ করতেছে,,
আমিই কেনো সিরিয়াল পিছাবো,,
আমি চলে এসেছে মন খোলে গল্প করতে,,
সবুজপত্রে আমার ও দেখতে দেখতে ২ বছর হতে গেলো,
২ বছরের আমি ২ বার ইভেন্ট জয়েন করেছি,
ছবি তুলিছে গিফট পেয়েছি আমার গাছ ছিলো না তেমন তাই চকলেট গিফট দিয়েছি,গাছ কিনাকাটা করেছি,,,
কিন্তু যে ২ বার ইভেন্টে গেছে একবার ও আমি তারনা আপুরে দেখলেও চিনি না?
কামরুন্নাহার আপুকে দেখেছি চিনিও ওনি ২য় বার ইভেন্টে আমাকে নিজ হাতে গিফট করেছে আলহামদুলিল্লাহ?,
ইভেন্টে আমিই বুঝি একমাত্র ব্যক্তি যে কিনা ইভেন্ট জয়েন করি কিন্তু পরিচিত পর্ব সারি না,অচেনা হয়েই বাড়ি ফিরি?
এ গ্রুপ টা আমাকে গাছ প্রমী মানুষদের সাথে মিশতে কথা বলতে সাহায্য করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেয়।
তাদের থেকে গিফট ও পাওয়া যায় শত-শত। তারা বিনোদন পোস্ট ফানি পোস্ট মুক্ত পোস্ট রান্না বান্না পোস্ট সবই বার অনুযায়ী এপ্রুভ করে।
এখানে এমন কোনো গাছ নেই যা আপনি পাবেন না।
এখানে আসলে বুঝবেন আপনি। বড় ছোট বৃদ্ধ কত ধরনের গাছ প্রেমী
তারা গাছকে কতটা ভালোবাসে যত্ন করে।
কখন পানি লাগবে সার লাগবে কখন রৌদ লাগব সবটা বুঝার ক্ষমতা আল্লাহ তা'আলা তাদের দিয়েছেন।
গাছের রোগবালাই নিয়ে কথা।
গাছের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কথা।
আসল কথা কিভাবে গাছকে আমরা সুস্থ ভাবে পরিচর্যা করতে পারবো সব বিষয়ের ধারনা নিতে পারি।
আলহামদুলিল্লাহ এ গ্রুপে বিগত সাড়ে ৩ বছর ধরে আছি।
এখানেও আমি আমার বোন কাজিন ফ্রেন্ডের এড করেছি সবুজকে বিলিয়ে দিতে। আমরা সবাই গাছ লাগাব এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করবো ইনশাআল্লাহ
আমি ছোট থেকেই গাছ লাগাতে ভালোবাসি যখন যেখান গাছ দেখি তা তুলে এনে লাগিয়ে পরিচর্যা করি তাই বলে ভেবেন না অন্যের গাছ আগের দিনে মানুষ তো মাটির বাড়িতে থাকতো তরকারির কুটনা আশেপাশে ফালিয়ে রাখতো আর ওইসব স্থানে একায় গাছ হতো আমি তা তুলে পরিচর্যা করতাম।
সেই ছোট বেলার শখ টা এখনো বয়ে বেড়াচ্ছি।
আর ইনশাআল্লাহ যতদিন বাঁচবো শতশত গাছ কালেকশন করবো।
বোকাসোকা আমি টা??