ইসলামিক বিয়ে ও সামাজিক রীতিনীতি

বিয়ে নিয়ে প্রচলিত কিছু অনৈসলামিক রীতি

বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি / বেধি মেনে বিয়ে করেনঃ-

  1. অ্যাংগেজমেন্টে = খ্রিস্টানদের রীতি।
  2. গায়েহলুদ = হিন্দু রীতি।
  3. যৌতুক = হারাম। সামাজিক রীতি।
  4. জাকজমক লাইটিং = লোক দেখানো রীতি।
  5. কদমবুসি = বিদাতী রীতি।
  6. ২০০-৩০০ লোক নিয়ে বরযাত্রা = শ্বশুরবাড়ির উপর জুলুম রীতি।
  7. বিশাল অংকের মোহরানা ধরা হয়, কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই = মুনাফিকি রীতি।

আপনার বিবেকের কাছে প্রশ্ন-

  • আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন?
  • গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন?
  • বর মুখে রুমাল দিবে কেন? লজ্জা বেশি?
  • মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করাতে হবে কেন?
  • নতুন বউকে পর পুরুষ কোলে নিবে কেন ?
  • দুলা ভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন?
  • দুলা ভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন?
  • নতুন বউয়ের রুম সাজাতে ছেলেরা কেন?

অনাচার গুলো আর কারো না, আমাদেরই তৈরী! আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি! তাই আসুন আমরা সবাই মিলে এসব শরিয়াত বিরোধী ও ফালতু সামাজিক রীতি নীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি ইনশা আল্লাহ্.....আল্লাহ আমাদের সবাইকে এসব কুপ্রথা পরিহার করার তৌফিক দান করুন। "আমিন"


Adeel Hossain

242 Blog posts

Comments