ফলো করুন
‘মাসুদ রানা’ সিরিজের ধ্বংস পাহাড় উপন্যাস অবলম্বনে নির্মিত এমআর-নাইন: ডু অর ডাই সিনেমা
‘মাসুদ রানা’ সিরিজের ধ্বংস পাহাড় উপন্যাস অবলম্বনে নির্মিত এমআর-নাইন: ডু অর ডাই সিনেমাছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম কেবল টিভি ও স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক স্টারস-এ মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা এমআর-নাইন: ডু অর ডাই। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি স্টারস-এর ওয়েবসাইটে দেখা শীর্ষ ১০ সিনেমার একটি। শুধু তাই নয়, আসিফ আকবার পরিচালিত সিনেমাটি রয়েছে তালিকার দুইয়ে! স্টারস-এর ওয়েবসাইট ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
স্টারস-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই অ্যাকশন, সাসপেন্স সিনেমাটি দেখতে ৫ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। জুলাই মাসে সিনেমাটি স্টারস–এ মুক্তি পায়। সিনেমাটি নিয়ে প্রযোজক আবদুল আজিজ ফেসবুকে লিখেছেন, ‘এমআর-৯ এখন তালিকায় দুই নম্বরে। সিনেমাটির এই সাফল্য সত্যিই আমাদের জন্য আশীর্বাদের মতো। সিনেমাটি ধারাবাহিকভাবে শীর্ষ দশে রয়েছে।’ স্টারস-এর তালিকায় শীর্ষে রয়েছে হলিউড সিনেমা ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলিম্যানলি ওয়ারফেয়ার’, তিনে নম্বরে রয়েছে ‘নাইট শিফট’।
গত বছর ২৫ আগস্ট সিনেমাটি বাংলাদেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পায়। সেই সময় কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল।