স্বামী- স্ত্রীর বোঝাপড়া

Comments · 23 Views

পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ

স্বামী স্ত্রী পরস্পরকে Own করতে শিখুন। Own করা মানে হচ্ছে, এই জিনিসটা একান্তই আমার, শুধুই আমার। যা কিছু আমরা Own করি তার ভালো-খারাপ সবকিছুই আমরা একান্তই আমাদের নিজস্ব বলে বোধ করি।

যা আমরা Own করি তার খারাপ দিকগুলো আমরা গোপন রেখে মানিয়ে নেয়ার চেষ্টা করি। এবং এর ভালো দিকটাই সবার সামনে রাখার চেষ্টা করি। কারন জিনিসটা আমার, আমি এটি Own করি।

একে অপরকে যখন Own করা শিখে যাবেন, তখন শালাকে ফোন দিয়ে বলতে ইচ্ছে হবে না, "তোমার বোন এমন, এমন।" শ্বাশুড়িকে বলতে ইচ্ছে হবে না, "কি মেয়ে বানিয়েছেন, এইটা পারে না ঐটা করে না।" বন্ধুদের সাথে আড্ডায় বলে বসবেন না, "ঠকসি রে ভাই!"

মা, বাবা, আত্মীয় কিংবা বান্ধবীরা যখন আপনার সম্মুখে আপনার স্বামীর কোনো ত্রুটি বর্ণনা করে উপহাসে মেতে উঠবে, আপনার গায়রত যেনো তা সহ্য না করে। কারন তারা যাকে নিয়ে উপহাস করছে, সে আপনার স্বামী। তাকে আপনি Own করেন।

একে অন্যকে কথা দিয়ে হোক বা হাত দিয়ে হোক, আঘাত করে বসবেন না। কারণ যা একান্তই আপনার, তার আঘাতও আপনার।স্বামী-স্ত্রী একজন আরেকজনের চাদর হয়ে উঠুন। আর এটি কতই না উত্তম চাদর।

Comments
Read more