বাহ্যিক সৌন্দর্য

বাহিরের রূপ দেখে বিচার করা ঠিক নয়

মানুষ বরাবরই সৌন্দর্যের পূজারী । ব্যক্তির বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ হচ্ছে তার মুখ মন্ডল,চেহারার গঠন প্রভৃতি যা সহজেই অপরকে আকর্ষিত করে । আমরা কাউকে যখন দেখি তখন প্রথম দর্শনে ব্যক্তির ঐ বাহ্যিক রূপ অর্থাৎ ব্যক্তির মুখ মন্ডলের সৌন্দর্যে আটকে যাই । কখনো কি শুনেছেন কেউ হাত কিংবা পা দেখে মুগ্ধ হয়? হয় না তাই তো ! 

 

আমাদের সমাজের কিছু বদ্ধমূল ধারণা আগে থেকে চলে এসেছে । যেমন : একজন দেখতে অনেক সুন্দর তার মানে সকলের কাছেই চোখের মনি । অপরদিকে একজন দেখতে ভালো না অর্থাৎ তার মুখের অবয়ব,বডি ল্যাঙ্গুয়েজ কাউকে আকর্ষিত করছে না তার মানে জীবনযুদ্ধে একধাপ পিছিয়ে গেল । আদৌ সেটা নয় !

 

বাহ্যিক সৌন্দর্য কখনোই একজন ব্যক্তির মনুষ্যত্বের মানদণ্ড হতে পারে না । প্রকৃতপক্ষে ঐ ব্যক্তিই সুন্দর যার একটা ভালো মানসিকতা আছে,যার ভেতর পরিপূর্ণ থাকবে নৈতিক গুণাগুণ । মায়াবী মুখের পিছনে যে কুৎসিত মন থাকে তা আর যাই হোক সৌন্দর্যের প্রতীক হতে পারে না । কিন্তু আমরা প্রায়শই বাহিরের মানুষটাকে দেখে মন্তব্য করি । একবারও যাচাই করার চেষ্টা পর্যন্ত করি না । 

 

সৃষ্টিকর্তার সৃষ্টি সব্ই সুন্দর । আমাদের মধ্যে থাকা এসব ভ্রান্ত ধারণা থেকে বের হ্ওয়া উচিত । কেননা সমাজে একজন ভালো মানুষ হ্ওয়াই জীবনের লক্ষ্য থাকা দরকার । বাহ্যিক রূপ দেখে যে বৈষম্য আমরা করি সেটাও কখনো আমাদের ভালো মানসিকতার পরিচয় বহন করে না ।


Hoimonti Shukla

137 Blog posts

Comments