আগের দিনের মতো পড়ার সময় যেন এখন আর অনেকের নেই। একটা বই পড়ার চেয়ে একটা রিল, ইউটিউব ভিডিও দেখতেই যেন আমরা সবাই আগ্রহী। কিন্তু বই হচ্ছে আমাদের পরম বন্ধু । ব্ই আমাদের সামনে খুলে দেয় নতুন দুয়ার। কখনো আমাদের ধারণাকে করে প্রশ্নবিদ্ধ, আমাদের ভাবতে বাধ্য করে নতুন করে।নিজের চারপাশের বাইরেও যে কত ধরনের সংস্কৃতি, ঐতিহ্য আছে, বই না পড়লেই তা আমাদের অজানাই থাকবে । আইনস্টাইন বলেছিলেন, কল্পনা জ্ঞান থেকে বেশি জরুরী। কেননা, জ্ঞান সীমিত। আর কল্পনা সীমাহীন। আমরা অসম্ভব কোন কিছুকে সম্ভব শুধু তখনই করতে পারবো, যখন আমাদের সেই অসম্ভবকে কল্পনা করার ক্ষমতা থাকবে। আমাদের চারিদিকে আজ যত আবিষ্কার, যত যুগান্তকারী আইডিয়া – এর সবটাই কিন্তু কল্পনা থেকেই শুরু হয়েছিল। আর বই আমাদের এই কল্পনাশক্তিকেই জাগিয়ে তোলে । প্রত্যেক ব্যক্তির উচিত ব্ই পড়ার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা ।
Hoimonti Shukla
137 Blog posts