বনী ইসরাইল

Comments · 3 Views

বনী ইসরাইলের বর্ননা।

ইব্রাহিম আঃ এর ঔরস থেকে সুপ্রসিদ্ধ দুটি বংশ ধারা নেমে এসেছে।।

 

যার একটি তৈরি হয়েছে, যা ইব্রাহিম আঃ এর প্রথম স্ত্রী সাহেরা আঃ গর্ভজাত সন্তান ইসহাক আঃ এর মাধ্যমে,,

 

আর ওপর টি তৈরী হয়েছে ইব্রাহিম আঃ এর দ্বিতীয় স্ত্রী হাজেরা আঃ এর গর্ভজাত সন্তান ইসমাইল আঃ এর থেকে।।

 

ইব্রাহিম আঃ সাহেরা আঃ কে রেখে আসেন জেরুজালেমে।

 

আর হাজেরা রাঃ কে রেখে আসেন মক্কায়,,

 

এর ফলে সাহেরা আঃ আর গর্ভপাত থেকে একটি বংশ তৈরী হয়।।

 

আর মক্কায় হাজেরা আঃ এর গর্ভপাতে আরেকটি বংশ তৈরী হয়।।

 

সে জন্য ইসমাইল আঃ এর বংশের শেষ নবী,,,

 

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ।

 

আর অন্য দিকে সাহেরা আঃ এর গর্ভপাত থেকে ইসহাক আঃ এর বংশ

আর এ বংশে থেকেই সর্বাধিক নবী এসেছিলেন।।

 

ইসহাক আঃ এর সন্তানের নাম হলো

হযরত ইয়াকুব ওরফে হযরত ইসরাইল আঃ।।

 

এই হযরত ইসরাইল আঃ এর বংশ ধরদেরই বনী ইসরাইল বলা হয়।।

 

কোরআনের যেখানেই আপনি হাত দিবেন সেখানেই আপনি বনী ইসরাইলের সমর্পকে আপনারা লেখা পাবেন।।

 

এমন কি এ বংশকে নিয়ে কোরআনে একটি বিশেষ সূরা ও আছে।

 

যায় হোক আমরা দেখতে পাচ্ছি বনী ইসরাইলের শহর হলো জেরুজালেম।

 

পর্রবতীতে,,ইসহাক আঃ এর বংশদের মাঝে যে সব নবী এসেছেন,, আল্লাহ তা'আলা তাদের কে একটি বিশেষ উপদেশ দিয়েছেন।।

 

যা কিনা বনী ইসরাইল সূরাতে উল্লেখ আছে।।

 

***তোমরা যদি অঙ্গীকার পূরন করো*** তাহলে আমি অঙ্গীকার পূরন করবো***তোমরা যদি আমার ওপর বিশ্বস্ত থাকো*** তবে আমি তোমাদের সম্মানিত করবো***

 

***পক্ষান্তরে তোমরা যদি আমার আদেশ অমান্য করো***তাহলে আমি তোমাদের বায়তুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম থেকে বহিষ্কার করবো***আল্লাহর এই আদেশ বনী ইসরাইলরা বার বার ভঙ্গ করে***

 

ফলস্বরূপ আল্লাহ তা'আলা বায়তুল মকাদ্দাস অর্থাৎ জেরুজালেমে থেকে বের করে দিয়ে অন্যান্য সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করেন।।

 

https://youtu.be/zGXYq8Trtpg?si=od3AXVOPG6zqTPLv

Comments
Read more