আলোর রঙ কালো!

Comments · 23 Views

সাদা-কালো রং এর খেলা
চোখে যাগায় আলোর মেলা

কালো আলো দেখেছেন কখনো? কি বললেন? আলো কালো হলে তার প্রয়োজন কি? বাঃ রে, লাল, নীল, হলুদ, সবুজ কত রঙ বেরং এর আলো হতে পারে আর আলো কালো হলেই যত দোষ। আসলে আপনারা সব এক একটা বর্ণবাদী।  আপনাদের চোখে ফর্সা মানেই সুন্দর আর কালো যত নষ্টের মুল। 

যাইহোক, আসল কথায় আসি। কালো আলো সত্যিই সম্ভব। খুব সাধারণ ভাবে চিন্তা করুন। ক্লাসে স্যার যখন মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে বুঝান, তখন স্লাইডের কালো কালো লেখা বা কালো কোন ছবি তো আমরা পর্দায় দেখতে পাই। এখন, ঘটনা হলো কালো আলো নিশ্চয়ই তাহলে প্রজেক্টর থেকে বের হয়ে পর্দায় পড়ে। তাই আমরা কালো কালো অক্ষর দেখতে পাই । কি অদ্ভূত! তাহলে এতদিনে মানুষ কালো টর্চলাইট আবিষ্কার করলো না কেন? আসলে আমাদের বোঝায় সামান্য ভুল আছে। কালো আলো বের হয় না। সাদা আলোই বের হয় , কিন্তু সেটা কালো অক্ষত তৈরি করে। এ আবার কেমন কথা! সাদা আলো কালো অক্ষর কিভাবে তৈরি করে। ব্যাপারটা হলো, অতি উজ্জ্বল সাদা আলোর সামনে কম উজ্জ্বল সাদা আলো রাখলে কম উজ্জলতার সাদা আলোকে কালো বলে মনে হবে। এ বিষয়ে youtube এ "The action lab" channel এর একটা বিখ্যাত ভিডিও আছে। ওটা দেখলেই বুঝে যাবেন। মোটকথা সাদা হলো কালোর ছায়া, আর কালো হলো সাদার ছায়া। এরা একই মুদ্রার এপিট ওপিট। এজন্য কম উজ্জলতার সাদা আলো তীব্র সাদা আলোর সামনে কালো বলে মনে হয়। 

Comments
Read more