শিক্ষামূলক গল্প- বন্ধু
একবার দুইজন ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল, কথার এক পর্যায়ে তাদের কোন একটি বিষয়ে ঝগড়া হলো এবং সে ঝগড়ায় ১ম বন্ধুটি ২য় বন্ধুকে একটি চড় মেরে বসলো।
২য় বন্ধুটি কষ্ট পেলো কিন্তু ১ম বন্ধুটিকে কিছুই বললো না, সে বালিতে লিখলো-
"আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমাকে থাপ্পড় মেরেছে"
বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাটতে হাটতে একটি মরুদ্যান এর সামনে এসে উপস্থিত হয়। তারা সেখানে পানিতে গোসল করতে মনস্থির করে। এমন সময় যে বন্ধুটি (২য়) চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে । তখন ১ম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর ২য় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপর লিখলো-
"আমার সবচেয়ে ভাল বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে"
এটি দেখে ১ম বন্ধুটি জিজ্ঞাসা করলো-
কিরে,যখন মারলাম তখন লিখলি বালিতে , আর বাঁচানোর পর লিখলি পাথরে। এর কারন কি?
তখন ২য় বন্ধুটি উত্তর দিলো-
যখন আমাদের কেউ কষ্ট দেয় তখন সেটা বালিতে লেখা উচিত। যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মিছে ফেলে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে তখন সেটা পাথরে খোদাই করে রাখতে হয়, যা"তে কোন কিছুই সেটা মুছতে না পারে।"
নীতিকথাঃ
নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতেই পারে, কিন্তু তা মনে পুষে রাখতে নেই। কারন বড় বিপদ গুলোতে কাছের মানুষ গুলোই এগিয়ে আসে।
shohidul22 17 w
nice