এক্স_গার্লফ্রেন্ড_যখন_পুলিশ_অফিসার

গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে এর কোন মিল নেই। মিল থাকলেও লেখক তার জন্য দায়ী নয়।]

সকালবেলা মনের শান্তিতে ঘুমিয়ে ছিলাম।

তখনই বাসার কলিং বেলের আওয়াজে আমার শান্তির ঘুমটা ভেঙে গেল।

 

খানিকটা রাগী ভাবে চোখ খুললাম। কারন কাল রাতে অনেক দেড়িতে ঘুমিয়েছি আনুমানিক চারটায় বা তার থেকেও দেড়িতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকালবেলা তো আমার বাসায় কারো আসার কথা নয়।

আমি বিছানা থেকে উঠে মোবাইল হাতে নিলাম।

সকাল ১১ টা ৩৫ বাজে!!!

 

কি ভাবছেন.? এত দেড়ি করে ঘুম থেকে উঠি কেন.?আপনাদের প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। এদিকে বাসার কলিং বেল বাজিয়ে কেউ একজন আমার মাথা খারাপ করে ফেলতেছে।

আমি তাড়াতাড়ি করে চোখ-মুখে কোন মতে পানি দিয়ে নিলাম। দরজার কাছে গেলাম।

 

দরজা খুললাম!! ভেবেছিলাম একটা ধমক দিব,,কেন এত বিরক্ত করতেছে সকাল সকাল। কিন্তু সামনে তাকিয়ে দেখি একটা ছেলে। বয়সে আমার থেকেও ছোট হবে। আনুমানিক বয়স ১৯/২০ হবে। ছেলেটার গায়ের টি-শার্ট দেখে বুঝে ফেললাম কুরিয়ার বয়। তাই কিছু বললাম না। কারন সময় মতো জিনিস ডেলিভারি করতে না পারলে তো এদের আর চাকরি থাকবে না। তাই হয়তো এতবার বেল বাজাচ্ছিল। আমি এদের বিষয়টা বুঝি। তাই কিছু বললাম না। বোঝার চেষ্টা করলাম ছেলেটা কি বলতে চাচ্ছে।

 

--- আসসালামু আলাইকুম স্যার।

--- ওয়ালাইকুম আসসালাম!! (আমি)

--- স্যার, আপনার জন্য একটা কুরিয়ার আছে।

 

এরপর ছেলেটা তার ব্যাগ থেকে একটা বাক্স বের করে আমার হাতে দিল। আমি হাতে নিলাম বাক্সটা।

এরপর আমি ভিতরে যাব তখনই ছেলেটা আবার বলল,,

 

--- স্যার এক মিনিট,,, এইখানে একটা সাইন করে দিন প্লিজ!!

--- হুম,,,

 

আমি সাইন করে বললাম,,

--- কলিং বেল একটু কম বাজালেও পারতে!! (হালকা একটা হাসি দিয়ে)

--- সরি স্যার,,একটু তাড়া ছিল তাই আরকি....

--- It's ok..

 

এরপর আমি বাসার দরজা দিয়ে আমার রুমে চলে এলাম।

বাক্সটা টেবিলের উপরে রেখে দিলাম। পরে খুলে দেখা যাবে!!

 

এইবার আপনারাই বলুন আগে আমার পরিচয় দিব নাকি দেড়িতে ঘুম থেকে উঠি সেইটা বলব.??

 

আগে পরিচয় দেই তারপর না হয় এই সব ছোটখাটো বিষয় বলা যাবে!!!

 

হায়,,!! আমি শ্রাবন আহমেদ ইমন। অনেকে হয়তো চিনেন। আবার যারা চিনেন না তারা ইনবক্সে এসে পরিচিত হয়ে যান ওকে.?।

 

পরিবার বলতে আমি, আব্বু,আম্মু,বড়


Shohag333

79 Blog posts

Comments