সূর্য কেন সকল শক্তির উৎস হলো?

Comments · 58 Views

সূর্যের শক্তি: একটি অবিরাম প্রবাহ

সকল শক্তির মূল উৎস সূর্য হয় কিভাবে? ছোটবেলা থেকে মুখস্ত করে আসছি সকল শক্তির মূল উৎস সূর্য। কিন্তু কেন তা কখনো কেউ বলে নি। ধরেন আজকে আমি শাক-সব্জি খাবো না। শুধু বার্গার আর পিতজা খেয়ে থাকবো। এখন তাহলে আমার দেহে তৈরি হওয়া শক্তির উৎস পিতজা আর বার্গার হবে। যে শক্তি দিয়ে এখন আপনাদের কাছে আমি কি বোর্ড দিয়ে এই টেক্সট গুলো লিখছি। তাহলে আমি কেন আমার দেহে তৈরি হওয়া শক্তির ক্রেডিট সূর্যকে দিতে যাবো?

বিষয়টা উপর থেকে দেখলে এরকমই মনে হয়। কিন্তু একটু গভীরভাবে ভাবুন। ওই পিতজা আর বার্গার কি দিয়ে তৈরি? ওগুলো তো আটা, ময়দা, আর অন্যান্য উপাদানে তৈরি। এই আটা- ময়দার মধ্য শক্তি এলো কোথা থেকে? গাছ থেকে। গাছের মধ্যে শক্তি এলো কোথা থেকে ? সূর্য থেকে সালোকসংশ্লেষণের মাধ্যমে। তাহলে দেখেন ঘুরে ফিরে সি সূর্যের কাছে গিয়েই পৌছালাম।

আবার দেখেন, পেট্রোল, ডিজেল দিয়ে গাড়ি চলে। এগুলোও কিন্তু আসে মৃত গাছ আর প্রাণী থেকে । আর নিশ্চয়ই গাছের ভিতরে শক্তি আসে সূর্য থেকে। তারপর সে শক্তি গাছ থেকে প্রাণীতে যায়। এজন্যই বলে, সকল শক্তির মূল উৎস সূর্য।

Comments
Read more