হটাৎ করে দেখি আমার একটা ফ্রেন্ড এর,পেন্ট এর গেইট খোলা ? তার গেইট দিয়ে আমি একটা কলম দিয়ে দি। আমায় এমন জোরে ধাক্কা দেয়। আমি পিছনে গিয়ে একটা মেয়ের সাথে ধাক্কা খাই।
Sorry আপু আমি ইচ্ছে করে দি নাই। রাকিবে ধাক্কা দিছে আপু। এ যে আপু আপনার বিশ্বাস না হলে আপনি মেহেদী কে জিগ্গেস করতে পারেন! আরে পুরো কলেজের সবাই এভাবে তাকাই রইলো কেন। এ যে আপু কি হলো। হুম!
বড় আপু: এ যে স্ট্রবেরি তুমি কি কলেজে নতুন নাকি!
আমি: দোস্ত স্ট্রবেরি কাকে বলছে আপু?
রাকিব মেহেদী দুইজনে একসঙ্গে বললো আমরা তো জানি না!
বড় আপু: ভুত কে বলছি।
আমি:ওহ আচ্ছা আপু আমরা গেলাম।
বড় আপু:ওই এদিকে আয়।
আমি:না আপু আমি ভুত ভয় পাই।?
একথা বলে এক দৌড় দিয়ে ক্লাসে চলে যাই।
পরে জানতে পারি আমাদের কলেজে নাকি এমন একটা ছেলে ও নাই যে তার হাতের মাইর খায় নাই! এবং তার বাবার নাকি অনেক ক্ষমতা। তার বাবা সে এলাকার চেয়ারম্যান। আবার আমাদের কলেজের সভাপতি। এগুলো শুনে তো আমি ভয়ে শেষ। রাকিব আর মেহেদী এসে বলতেছে দোস্ত মনে হয় আর আমাদের এ কলেজে পড়তে হবে না।
আমি:দুর বেটা সব রাকিবের জন্য হইছে!
রাকিব: তুই দোড় দিলি কেন খাইলে কয়টা থাপ্পড় খাইতি সেখানে সমাধান করে আসতি।
আমি:দেখলি মেহেদী এটা আমার বন্ধু নাকি আমার শত্রু। আমারে একটা মেয়ের হাতে মাইর খাওয়া তে চায়।
মেহেদী :চল আজকে আমরা বসায় চলে যাই।আজকে কলেজে থাকলে একটা ঝামেলা হবে।
রাকিব:দুর বেটা আজকে প্রথম কলেজে আসলাম ক্লাস না করে আজকে বাসায় চলে যাবো।
আমি:মেহেদী ঠিকই বলছে আজকে বাসায় চলে যাই।
পরে তিন জনে মিলে অনেক কষ্ট করে বাসা চলে আসলাম।
মা:কিরে তুই বাসায় চলে আসলি কেন?
আমি:আর বলো না তোমার কথা অনেক বেশি অনেক মনে পড়চিলো তাই চলে আসছি।
মা:ফাইজলামি করার আর জায়গা পাচনা কি করচত কলেজে বল সত্যি করে।
আমি:আরে মা তেমন কিছু না।রাকিবে ধাক্কা দিছি লো পরে একটা মেয়ের গায়ে পড়চিলাম। মেয়েটা আমারে ডাক দেয় আমি তার কথা না শুনে ক্লাসে চলে যাই। সমস্যা হলো মা মেয়েটার বাবা কলেজের সভাপতি।
মা:প্রথম দিন কলেজে যেতে না যেতে এরকম করচত। এবার বুঝ ঠেলা আমি কিছু জানি না।
আমি:তুমি কাছু জানতে হবে না যাও তো আমি একটু রেস্ট করি।
রাতে ঘুম আসে না। পরে মেহেদী কে কল দিলাম।
আমি:কিরে কালকে কি করবি?
মেহেদী:বুঝতেছি না।
আমি:হুম আমি নিজেও কিছু বুঝতেছি না।অনেক টেনশনে আছি রে দোস্ত।
মেহেদী:আচ্ছা হৃদয় স্যারে কি তোকে কল দিছে?
আমি:না কই দেয় নাই তো?
মেহেদী:আচ্ছা রাকিব কে কল দিছে স্যারে?
আমি:আমি তো জানি না। তুই কল দিয়ে জিগ্গেস করে নেয় তো।