ছোটবেলায় গ্রামার শিখতে গিয়ে আমাদের খুব বেশি শোনা একটা শব্দ হলো আর্টিকেল (Article)। আর্টিকেলের সবকিছুই পড়েছি আমরা, এমনকি article rules bangla তে হাতে-কলমে শিখেছি। কিন্তু তবুও পরীক্ষার হলে গিয়ে কিভাবে যেন Article Rules গুলিয়ে যায়। সেজন্যে এ লেখাটায় চেষ্টা করেছি পরিষ্কার করে আর্টিকেলের সাতসতেরো বলে দিতে। তবে আর্টিকেল ব্যবহারের নিয়মগুলো জানার আগে জেনে নেই Article কাকে বলে? Article Rules এর সব নিয়মগুলো-
Article কাকে বলে?
আর্টিকেল (Article) হলো মূলত adjecti
Article কাকে বলে?
আর্টিকেল (Article) হলো মূলত adjective (বিশেষণ) যা কোনো noun নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে । কোনো Noun (ব্যক্তি বা বস্তু)-এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বুঝাতে Noun-টির পূর্বে আর্টিকেল (Article) ব্যবহৃত হয়। A, An ও The কে আর্টিকেল (Article) বলে।
Article কাকে বলে জানার পর এবার উদাহরণসহ Article Rules গুলো বাংলাতে সহজেই শিখে নেই –
The girl was sitting on a chair.
After working for a long time, a mug of coffee really refreshes us.
প্রথম উদাহরণে, আর্টিকেল “the” একজন girl কে এবং আবার আর্টিকেল “a” নির্দেশ করছে chair কে।
দ্বিতীয় উদাহরণে, আর্টিকেল “a” অনির্দিষ্টভাবে যেকোনো “long time” কে এবং যেকোনো “mug of coffee” কে নির্দেশ করছে।