আমরা মনে করি আমরা জন্মগতভাবে মুসলিম, আমার ঈমান আছে। কিন্তু ইমান আনতে হয় আবার এটা ভেংগেও যায়। ইমান ভংগের ১০ টি কারণ রয়েছে, এগুলো হলোঃ-
১। শিরক করা
২। আল্লাহ ও বান্দার মধ্যে অন্য কাউকে মধ্যস্থতাকারী মনে করা
৩। শিরককে শিরক বা কুফরকে কুফর মনে না করা
৪। ইসলামী শরীয়তের বাইরে অন্য কিছুকে ভালো মনে করা
৫। শরীয়তের বাইরে আমলকারীকে বুযুর্গ মনে করা
৬। মহানবি (স.) এর সুন্নত কে অপছন্দ করা।
৭। মহানবি (স.) কে নিয়ে হাসি বিদ্রুপ করা
৮। ইসলামের বিরুদ্ধে কাউকে সাহায্য করা
৯। ধর্ম বিমুখ হওয়া
১০। জাদু করা
উপরোক্ত কাজের কনটি আমাদের দ্বারা হয়ে গেলে পুনরায় তওবা করে নিতে হবে এবং ইমান আনতে হবে। আল্লাহ আমাদের ইমান কে শক্তিশালী করুন। আমীন।