--মামাতো বোন যখন অফিসের বস..

Comments · 2 Views

এ্যালার্মের আওয়াজে হঠাৎ করে ঘুমটা ভেঙ্গে গেল। চোখ খুলে দেখি ৭টা বেজে গেছে।

বিছানা থেকে উঠে একটু বসলাম, পাশ?

-(আমি মাথা নাড়িয়ে হ্যা বললাম)

 

সবাই চলে যাওয়ার পর, তানহা তার চেয়ার থেকে দৌড়ে উঠে চলে আসলো আমার সামনে।

এসেই একটি মায়াময় হাসি দিলো।

কত বছর পর আবার ওর হাসিমাখা মুখটা দেখতে পেলাম।

 

তারপর অভিমানের সুরে একটানা অনেকগুলা প্রশ্ন করল--

--মেহমেদ, তুই এখানে.? কেমন আছিস তুই..? এত বছর কোথায় ছিলি ?

ইসস, চেহারাটার কি হাল করে রেখেছিস,, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, নিজের প্রতি একটুও যত্ন নিস না, তাইনা??

তোর কি এই ৪ বছরে আমাদের কথা একটিবারের জন্যও মনে পড়েনি..?

এতটা স্বার্থপর কিভাবে হলি তুই..?

তুই জানিস, তুই নিরুদ্দেশ হয়ে যাবার পর নানু তোর জন্য কত কেঁদেছে,,?

আব্বু, চাচ্চু, জেঠুরা তোকে কত খুজেছে,,?

কোথাও তোকে পাওয়া পায়নি।

ফুফু চলে যাওয়ার পর তুই যে এমন একটা কাজ করবি কে জানত বল,,?

কিরে কিছু বল?

ও কথাগুলো বলতে বলতে হাপিয়ে গেছে।

-আপনি কেমন আছেন?

-তুই আমাকে আপনি করে বলছিস কেন?

-সবসময়তো তাই বলতাম,জানেন না?

-হুম জানি,কিন্তু একটা সময় তুই করেই বলতি,হঠাৎ করে একদিন আপনি করে ডাকা শুরু করলি,জিঞ্জেস করেছিলাম কেন, কোনো উত্তর দিস নি।

-কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো

-কেন?

-ম্যাম আমি এখন আসি,কথাটা বলেই চলে আসব আর তানহা আমার হাতটা ধরে ফেলল....

 

চলবে---

Comments
Read more