মামাতো বোনের সাথে বিয়ে

আম্মুঃনিলয়,আমি আর তোর ভাবি একটা আত্মীয়ের
বাসায় যাচ্ছি। তুই কি যাবি?
আমিঃনা আমি যেতে পাড়বো না।
আম্মুঃঠিক আ?

জান্নাতঃকারণ আমি ড্রেস চেঞ্জ করবো

আমিঃতো কর আমাকে বলার কি আছে

জান্নাতঃলুচ্চা তুই রুম থেকে বের না হলে আমি

চেঞ্জ হবো কি করে

আমিঃআমি থাকলে সমস্যা কি

জান্নাতঃকুত্তা তোর লজ্জা লাগে না?

আমিঃলজ্জা করার কি আছে।

জান্নাতঃতুই বের হবি কিনা বল

আমিঃযেতে পারি যদি একটা কাজ করিস

জান্নাতঃকি কাজ

আমিঃবিকেলবেলা আমি আর তুই ঘুরতে যাবো

জান্নাতঃআমি রাজি

আমিঃধন্যবাদ মামাতো বোইন

জান্নাতঃবের হো সালা

---------

রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসলাম।

আমার রুম না।তবে যখনি আসি তখনি ঐ রুমটাতেই

থাকি।ফ্রেস হয়ে ফোন টিপতে লাগলাম।হঠাৎ

জান্নাতের কথা মনে পড়তেই ডাকলাম...

আমিঃজান্নাত রুমে আয় তো

জান্নাতঃপারবো না।তোর দরকার তাই তুই বাইরে

আয়(বাইরে থেকে)

আমিঃআমি আসলে কিন্তু মাইর খাবি

জান্নাতঃফুফুর সাথে আছি এখন

আমিঃ??

বাইরে এসে......

আমিঃআমার সাথে আয়

জান্নাতঃকি বলবি এখানে বল

আমিঃতুই আসবি না?

জান্নাতঃনা

আমিঃ...(আর কোনো কথা না বলে জান্নাতের চুল ধরে রুমে আনতে লাগলাম।এটা অবশ্য আজ প্রথম

না। যখনি আমার কথা শোনে না তখনি এমন করি।)

রুমে এসে.....

জান্নাতঃকুত্তা আমার বুঝি ব্যথা লাগে না(স্বাভাবিক হয়ে)

আমিঃআর আমার বুঝি কষ্ট লাগে না

জান্নাতঃতোর আবার কিসের কষ্ট

আমিঃএইযে তুই আমার কথা শুনিস না

জান্নাতঃতোর কথা আমি শুনবো কেনো?

আমিঃতুই কি আমাকে এখনো বুঝিস না

জান্নাতঃতোকে নতুন করে বোঝার কি আছে

আমিঃবাদ দে।তুই যা

জান্নাতঃকি বলতে চাইলি বল

আমিঃআমার ফোনে চার্জ নাই

জান্নাতঃতাহলে তোর ফোন দে আমি চার্জ দিচ্ছি

আমিঃনা।তুই চার্জার দিয়ে যা আমায় তাতেই হবে

জান্নাতঃঠিক আছে।আনছি অপেক্ষা কর

--------------------

জান্নাতঃএই নে।আর রাতে কিন্তু আমার লাগবে

আমিঃকেনো

জান্নাতঃতোকে বলবো কেনো

আমিঃনা বললে পাবি না

জান্নাতঃআরে কাজ আছে

আমিঃকিন্তু কাজটা কি

জান্নাতঃহারামি আমার ফোন চার্জ দেয়া লাগবে

আমিঃসেটা বললেই পারতি

জান্নাতঃহুম।আর খাবি না?

আমিঃনা খাইলে খাওয়াই দিবি?

জান্নাতঃআমার ঠেকা পড়ছে তোরে খাওয়াতে যাবো

আমিঃতাহলে বললি কেনো

জান্নাতঃফুফাতো ভাই তাই বললাম

আমিঃদুপুরে আমি খাবো না

জান্নাতঃঠিক আছে মাকে বলছি তুই খাবি না

-----------

জান্নাত চলে যাওয়ার পড় আবার ফোনে গেম

খেলতে লাগলাম।কিছু সময় পর বাইরে থেকে

মামির ডাক শুনে রুমের বাইরে আসলাম।

মামিঃআই খেতে বস

আমিঃহুম দাও

জান্নাতঃতুই তো বললি খাবি না??

আমিঃসেটা আমার ইচ্ছা তোর কি

জান্নাতঃঢং দেখে আর বাচিনা।ফুফু তুমি কি

জানো তোমার ছেলের মাথায় সমস্যা আছে

আম্মুঃসেটা আমাকে নতুন করে বলতে হবে না মা।

তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমে

চলে আসলাম।দেখতে দেখতে বিকেল হয়ে গেলো।

-----------


Shohag333

79 Blog posts

Comments