পাতা নাকি ফুল?

ফুল তো ফুল নয় আসলে সেও পাতা

আচ্ছা আপনাদের যদি আমি এখন বলি পাতা থেকে ফুল হয় আপনারা কি বিশ্বাস করবেন? অনেকে হয়তো ভাববেন আমি পাগল হয়ে গেছি। পাতা থেকে কি কখনো ফুল হতে পারে! আপনি যতই অবিশ্বাস করেন বিজ্ঞান বলে যে, হ্যাঁ, পাতা থেকেই ফুল হয়। আসলে ফুল হলো রূপান্তরিত পাতা।

এই যে আমরা বিজ্ঞান বই এ সব সময় পড়ি রূপান্তরিত মূল, রূপান্তরিত কান্ড, কখনো কি মনে হয়নি আচ্ছা মূল আর কান্ড যদি রূপান্তরিত হতে পারে তাহলে পাতা কেন রূপান্তরিত হতে পারবেনা?

আসলে ফুলের পাপড়ি যেগুলো আমরা দেখি ওইগুলা এক সময় কুড়ি অবস্থায় পাতার মত থাকে কিন্তু ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হওয়ার কারণে ওইটা কালার হয়ে যায় এবং পাপড়ি হিসেবে আত্মপ্রকাশ করে। এই ফুল পাতাকে একসাথে বোঝানোর জন্য বইয়ের একটা শব্দ ব্যবহার করা হয়। "পুষ্পপত্রবিন্যাস"। তাহলে বিষয়টা দাঁড়লো ফুল এক ধরনের রূপান্তরিত পাতা । ফুলের বিভিন্ন অংশ যেমন পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর ইত্যাদি সবই আসলে রূপান্তরিত পাতা। উদ্ভিদের বিবর্তনের কোনো এক পর্যায়ে পাতাগুলি ধীরে ধীরে এই নতুন রূপ ধারণ করেছে যাতে প্রজননের কাজটি আরও দক্ষতার সাথে সম্পন্ন করা যায়।


Adeel Hossain

242 Blog posts

Comments