দ্রব্যমূল্য বৃদ্ধি

সময়ের সাথে তাল মিলিয়ে রাক্ষসীর রক্তচোসার মত দাম বৃদ্ধি পাচ্ছে সব কিছুর

দ্রব্য মূল্য এমন পর্যায় গিয়ে দাড়াচ্ছে যা বলা বাহুল্য। 

 

প্রত্যেকটি কাঁচামালের দাম দিন যাচ্ছে তো বাড়তেছে।

 

এই বাড়াবাড়ির মাঝে না সরকারের কিছু যায় আসে। 

 

না সরকারের চেলাপেলাদের কিছু যায় আসে।

 

কর্মজীবী মানুষরা বুঝে দ্রব্যর দাম বাড়া মানে কি?

 

আগের দিনে তারা ১০০০০ টাকায় যে ভাবে দিন যাপন করেছেন সেখানে বর্তমানে ২০০০০ টাকা ও হিমশিম। 

 

একটা মধ্যবিত্ত পরিবারের দিকে তাকান

 

ছোট পরিবার হলে ও ৪ জন সদস্য,, 

 

২জন কর্মজীবী দুজন স্কুল ছাত্র ছাত্রী 

 

তাদের খরচপাতি হিসাব করলে দিন শেষে তাদের হাতে কিছুই থাকে না।।

 

বাচ্চাদের স্কুল টিউশনির খরচ 

 

মাসের কাঁচাবাজার এসব করে হাত সম্পন্ন ফাকা। 

 

তাহলে তারা বাকি দিন চলবে কিভাবে,,,

 

একটা উচ্চবিদ পরিবারকে এমন কোনো টেনশনে পড়তে হয় না।।

 

তাদের গাদাগাদা টাকা আসছে আর খরচ করতেছে,, 

 

বাজারের খোজ নিয়ে দেখেন

 

কাঁচামরিচ ৮০ টাকা পোয়া,

 

পিয়াজ ১২০ টাকা কেজি,

 

আলু ৬০/৬৫ টাকা কেজি

 

আদা রসুন ও বাড়ি ছাড়িয়েছে দামে।

 

 

আমার তো মনে হয় উচ্চ বিদ আর নিম্নবিদ মানুষরাই ভালো আছে

 

শুধু মধ্যেবিত্তদের কষ্ট, 

 

 

আবার হইতো আমার ভাবনা ভূল প হতে পারে।।

 

 

আমি বলেছি কারন উচ্চবিদের টাকার অভাব নেই টাকা আসার ও রাস্তার অভাব নেই।

 

আর নিম্নবিদ রা মানুষদের কাছে হাত পাততে পারে,, 

 

আর মধ্যবিত্তরা তাও পারে না,

 

তাদের কষ্ট আল্লাহ তা'আলা জানেন।

 

কারখানার বেতন বাড়াতে দেড়ি দ্রব্যমূল আর বাড়ি ভাড়া বাড়াতে দেড়ি হয় না।

 

আমার তো মনে হয় দিন যেভাবে যাচ্ছে 

 

এক সময় মধ্যবিত্তরা নিজের গোস্তো কেটে নিজেই রান্না করে খাবে?


Akhi Akter Mim

313 Blog posts

Comments