সোনারগাঁও ও লালবাগ কেল্লা

সতেক শতকের ঐতিহাসিক নির্দেশন শোনারগাও ঢাকা

সোনারগাঁও ও লাভবান কেল্লা সতের শতকের ঐতিহাসিক নিদর্শন সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। এখনো সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে যার একটি গিয়াসউদ্দিন আযম শাহের মাজার। ১৬১০ সালে এক যুদ্ধে ঈসা খাঁর পুএ মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁও এর পরিবর্তে রাজধানী স্থাপন করা হয়। উনিশ শতকেই হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানাম নগত গড়ে ওঠে । সোনারগাঁও এর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫সালেএখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন লোকশিল্প জাদুঘর বাংলাদেশর অন্যতম পর্যটন কেন্দ্র ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ১৬৭৮সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয় আওরঙ্গ্যাজেবের পুএ শাহজাদা মোহাম্মদ আযম শাহ্ এই দুগটির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি । দুগটি সম্পর্ক ইটের তৈরি দাগের দক্ষিণে পোপন প্রবেশপথ এবং একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ হয়েছে ‌। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহূত হচ্ছে


Polok1559

22 Blog posts

Comments