ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

একটি গাইড থেকে নেওয়া ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন।

 

 ১/সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও :

(ক) কবি কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন? (খ)কাজী নজরুলের কবিতা ও গানে আমরা কি খুঁজে পাই? (গ)বৈশাখী মেলার মাঠে কি পাওয়া যায়? (ঘ)নৌকা বাইচ কি? (ঙ)সমাজ কি? (চ)তাম্রশাসন কি? (ছ)তাম্র শাসন কোন ভাষায় লেখা ছিল? (জ)অতীত মানুষের জীবনের বাস্তব প্রতিরূপ কোনটি? (ঝ)চৈনিক কারা? (ঞ)আঠারো শতক এর শুরুতে ভারত বর্ষের অর্থনীতি কিসের সমান ছিল? 

২/ রচনা মূলক প্রশ্নের উত্তর দাও :যেকোনো চারটি (ক)ইতিহাসের উপাদান কত প্রকার ও কি কি? ব্যাখ্যা কর। (খ)ইতিহাসের উপাদান বা উৎস গুলোর একটি তালিকা প্রস্তুত কর। (গ)বাংলাদেশের জাদুঘরের একটি তালিকা তৈরি কর এবং কোথায় অবস্থিত তা উল্লেখ করো? (ঘ)পোড়ামাটির ফলক বলতে কি বুঝ?এতে কি কি থাকে? ব্যাখ্যা কর। (ঙ)বাংলা অঞ্চলে প্রাক আর্য আপনার নরগোষ্ঠী কয় ধরনের ছিল এবং নাম কি? নিচে উল্লেখ কর।

১/সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : (ক)অর্থনীতি কি? (খ)কোন সময় পর্যন্ত বাংলায় প্রচুর পরিমাণে পাটের চাষ হত? (গ)উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? (ঘ)কাকে টাকশাল বলা হতো? (ঙ)প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে পদ্মা সেতু উদ্বোধন করেন? (চ)প্রাকৃতিক সম্পদ কাকে বলে? (ছ)বঙ্গ জনপদ কত শতকে বেঙ্গল নামে পরিচিতি লাভ করেন? (জ)কত সাল থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা অঞ্চলের মানুষের উপর শোষণ শুরু করে? (ঝ)কার মাধ্যমে বাংলায় মুসলিম শাসন শুরু হয়? (ঞ)দক্ষিণ এশিয়ার কোন অংশে বাংলা অঞ্চল অবস্থিত? 

২/রচনামূলক প্রশ্নের উত্তর দাও :

(ক)অর্থনৈতিক ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব বর্ণনা করো? (খ)বাংলা অঞ্চলের কৃষি পণ্য পাট সম্পর্কে ব্যাখ্যা কর? (গ)অর্থনৈতিক ইতিহাসের আলোচ্য বিষয় ব্যাখ্যা কর?(ঘ)ব্রিটিশদের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষ কেন বিদ্রোহ করেছিল? (ঙ)পাকিস্তান রাষ্ট্র কেন ভেঙে যায়

১/সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও :(১৫টি)

(ক)ব্রিটিশরা কাজী নজরুলকে কি হিসেবে চিহ্নিত করেছিলেন? 

(খ)হালখাতা আয়োজন শুরু হয় কখন থেকে? 

(গ)বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? 

(ঘ)সাংস্কৃতি কি? 

(ঙ)তাম্র শাসন কি? 

(চ)লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? 

(ছ)পানাম নগর কোথায় অবস্থিত? 

(জ)কত সালে ছায়ানটের প্রচলন শুরু হয়? 

(ঝ)বাংলায় সেনদের রাজত্ব কে হাঁটিয়ে ছিলেন? 

(ঞ)নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারী কতটি কক্ষ ছিল?

(ট)সামাজিকীকরণের দুইটি বাহনের নাম লেখ? 

(ঠ)The Jungle Book বইটির লেখক কে? 

(ড)সামাজিক পরিবর্তনের গতি কিরূপ? 

(ঢ)সামাজিকীকরণ কাকে বলে? 

(ণ)সামাজিকীকরণ কিভাবে সংঘটিত হয়? 

২/বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও :৮টি

(ক)সামাজিক সংস্কৃতি ইতিহাস বলতে কি বুঝ? 

(খ)ইতিহাসের উপাদান বা উৎসগুলোর একটি তালিকা প্রস্তুত কর? 

(গ)পোড়ামাটির ফলক বলতে কি বুঝ? এতে কি কি থাকে ব্যাখ্যা কর? 

(ঘ)বাংলা অঞ্চলের আদি সমাজ ব্যবস্থা কেমন ছিল বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।

(ঙ)বাংলা সাহিত্যের আদি নিদর্শন সম্পর্কে বর্ণনা করো।

(চ)ব্রিটিশ আমলের সামাজিক ও সংস্কৃতি চিত্র কেমন ছিল বর্ণনা কর? 

(ছ)সামাজিক রীতি-নীতির বৈশিষ্ট্য উল্লেখ কর। 

(জ)সমাজে প্রচলিত কতগুলো সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের তালিকা তৈরি করো। 

(ঝ)সামাজিকীকরণ বলতে কি বুঝ? আলোচনা কর। 

(ঞ)সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝ? আলোচনা কর।


Sadia Akter

15 Blog posts

Comments