AKHI??

আখির এক গোষ্ঠী ??

আখি ছোট একটি মেয়ে

 

যার জীবনে কত গল্প আছে লেখলেও শেষ হবে না

 

আমার জন্ম সাল টি ও আমার সাথে অদ্ভুত ভাবে জড়িয়ে

 

২৯/২/২০০০

 

৩ বছর পর পর জন্মতারিখ হানা দেয় বাকি ৩ বছর সে রেস্ট করে?

 

যায়হোক এসব তারিখ নিয়ে আমার মাথা ব্যথা নেই।

 

ফিরে আসি নতুন গল্পে,,

 

আমাদের বাড়িতে আমার আব্বু এবং তার তিন ভাইয়ের ছেলে মেয়ে মিলে আমরা টুটাল ৮ জন ছিলাম কত সুন্দর জোড়া সংখ্যা কিন্তু তারপর আরেক পিচ্চি হলো জান্নাতি আমাদের জোড়া সংখ্যা খেয়ে নয় জন হলো।

 

 

সবাইকে যোগ করে আমি ৪ নাম্বার বাচ্চা কাচ্চা,,, বাকি ৫ জন আমার ছোট আর ৩ জন আমার বড়,,

 

 

চলেন নাম বর্ণনা করি

 

আরিফা আক্তার রুপা?

 

জনি হোসেন ?

 

রনি হোসেন ?

 

আখির আক্তার মীম?

 

হামিদা আক্তার পাখি,,?

 

সুপ্তি আক্তার লাখি?

 

সুমাইয়া ইসলাম সুরভী?

 

গোলাম রাব্বি আল-আমিন ?

 

সামিয়া আক্তার জান্নাতি?

 

 

আমাদের ভাইবোনের টিম,,,,

 

 

সবার চলা ফেরার বর্ননা

 

রুপা হলো নম্রভদ্র

 

জনি সে তো দেওয়ানা

 

রনি সে তো পাগল

 

আখি ওরে পাজি

 

পাখি বজমেজাজী

 

লাখি সে তো আবেগী 

 

সুরভী চালাক বুদ্ধিমতি

 

গোলাম রাব্বি ম্যানমেনা

 

জান্নাতি বদমেজাজি, 

 

 

 

সবার সাথে আমার ভালো সম্পর্ক

 

বেশির ভাগ আমি রুপা আপু আর জনির সাথে সময় পার করেছি

 

বাকি ৩ জন রনি পাখি লাখি ওরা জন ছানা এক সাথে মারামারি কাটাকাটিতে,,

 

সুরভী তো কেবল হলো

 

তাহলে গোলাম রাব্বি তো আরও ছোট

 

তখন তো জান্নাত এ দুনিয়ার মাঝেই নেই,,,

 

 

আমার সাথে রুপা আপু সুরভী আর জান্নাতের ভালো জমে,,

 

আর এখানে রুপা আপু সুরভী আর জান্নাত আপন বোন?❤️

 

তাই আমার সাথে ও বেশ জমে।

 

 

কথা ছিলো গল্পের এটা কি গল্প মনে হচ্ছে না

 

সারা জীবন শুনছেন তোর ১৪ গোষ্ঠীর খবর করমু।

 

আমি বললাম নেন তো দেখি আমার এক গোষ্ঠীর কেমন খবর করতে পারেন???


Akhi Akter Mim

313 Blog posts

Comments