আহসান মঙ্গিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলা নবদের রাজপ্রাসাদ মোঘল আমলে জামালপুর পডরগনার জমিদার সেখ এনায়েতুল্লাহ এই প্রাসাদ টি নির্মাণ করেন 18 শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন ১৮৩০ সালে খাজা আলীমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটিকে ক্রয় করে আবার প্রাসাদে বরিণত করেন এই প্রাসাদ কে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন তিনি তার পুত্র খাজা আহসানউল্লাহ নামানো ছাড়ে ভব নটির নাম কারণ করেন আহসান মঞ্জিল ১৮৮৮ সালে ঘূর্ণিঝড়ে এবং ১৮৯৭ সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয় পরে তা মেয়েরা মা তো করা হয় ১৯৮৫ সালে বাংলাদেশের সরকার প্রাসাদটির তব্ধাবধানের দায়িত্ব নেওয়ার পর এই প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয় এ প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, জলসা ঘর দর বাহন এবং রংমহল বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঙ্গিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নির্দেশন প্রাচীন স্থাপন গুলো রক্ষাণাবেক্ষণে প্রচুর তথ্য ব্যয় হয় তারপরেও সেগুলো সংরক্ষণ করা উচিত কিনা এই নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন কর বৃত্তকে দুইটি দল পক্ষেও বিপক্ষে বলবে দলের পক্ষে যুক্তি উপস্থাপন কর
Polok1559
22 Blog posts