বিশ্বজুড়ে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল

১৯৫৭ সালের ৮ই মার্চ নিউইয়র্ক শহরে একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন

বিশ্বজুড়ে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল ১৯৫৭ সালের ৮ই মার্চ নিউইয়র্ক শহরে একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক ৮ ঘন্টা শ্রমের দাবি এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেকেই গ্রেফতার করে 1908 সালে এই দিনে নিউইয়র্কে পোশাক শ্শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন ১৪ দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এলে পাই 20000 নারী শ্রমিক অংশগ্রহণ করেন কমপক্ষে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এ আন্দোলন করেন কমপক্ষে এ আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জামান সমাজ তাত্ত্বিক ক্লারা জেটকিননারীর ভোটা ধিকার এবং একটি নারী দিবস ঘনকার দাবি জানান ১৯১৩ সালে রাশিয়ান নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করে ১৯৭৭ সালে জাতিসংখ্যা ৮ ই মার্চ কে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘনকা দেয় এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানান বিষয়ে সচেতনা বাড়ানোর চেষ্টা করা হয়


Polok1559

22 Blog mga post

Mga komento