বৃষ্টির জ্বালা

তুই বৃষ্টি আসবে আবার চলে যাবি কেনো এক টানা ২/৩ দিন থাকস?

ইমুন এক ঠাডা পড়া কপাল আমার, সকালে বের হয়ে রিক্সায় উঠছি আর ঝুম তালে বৃষ্টি। সেই বৃষ্টিরে ঝুম বৃষ্টি বললেও ভুল হবে, বলা যায় বৃষ্টি তার হাবি গুষ্টি নিয়ে হাজির হইছে।

যাই হোক মেট্রোরেল স্টেশন পর্যন্ত আসতে আসতে কাউয়া ভেজা হওয়া সারা। কোন রকমে দৌড় দিয়ে স্টেশনে ঢুকতে যাবো, সমান রাস্তায় ঠুস করে উষ্ঠা খাইলাম।

পাশের এক আন্টি হাত ধরছিলো বলে রক্ষা। নাইলে মুখের দাঁত আজকে হাতে করে বাসায় আনা লাগতো। বিজয় স্মরণীতে কাজ শেষ করে বাসায় আসা পর্যন্ত এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই৷

এদিকে অভাগা যেদিক চায়, সেদিকে সাগর শুকায়ে যায়, এই প্রবাদকে সত্যি করে দেওয়ার জন্য, ব্যাগে ছাতার বদলে জামাইয়ের প্রোটিন বটল নিয়ে আইছি। আমার কি দোষ ছাতার ডিব্বা আর ওইটা প্রায় একই দেখতে।

এই সব বিদ্দিকিচ্ছি তাল সামলায়ে যখন বাসায় ঢুকছি, তখন প্রায় সাড়ে দশটার বেশি বাজে৷ আল্লাহ বাসায় ঢুকছি তার দশ মিনিট পর বৃষ্টি একদম বন্ধ। মেজাজটা যা লাগতেছিলো। 

 

একটু আগে আবার রেডি হইছি বের হবো। একদম বৃষ্টিছাড়া একটা পরিবেশ। এমা এখন দেখি বৃষ্টি এবারও তার ফুল ফ্যামিলি নিয়ে হাজির৷ এখন রুমে বসে বসে বৃষ্টি চৌদ্দপুরুষ উদ্ধার করতেছি।

 

#শহর জুড়ে বৃষ্টি নামুক,

তুমি খুঁজে নিও ঠাঁই।

প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক,

আমি তোমাকে চাই।


Akhi Akter Mim

313 Blog posts

Comments