এই হচ্ছে আমাদের সমাজ সভ্যতা.সমাজের সংস্কৃতি.. যার প্রতি হাজারো ঘৃণা আমার মনে..যা কখনো প্রকাশ করি.. কিন্তু আজ করতে আমার মন বার বার সায় দিলো..
একটা ছেলে রাত ১১.রাত ১০ রাত ১.কিংবা যে কোনো সময়. বাড়ির বাইরে যেতে পারে।কারন টা কি.. কারন সে ছেলে
কিন্তু একটা মেয়ে সন্ধ্যার আযান এর পর বাড়ির বাইরে গেইটের বাইরে যাইতে পারে না..এটা কিসের নিয়ম.যার কোনো ভিওী নাই..
একটা ছেলে আর একটা মেয়ের নাকি সমান অধিকার দিছে আমাদের দেশের সরকার.
কই আমি তো কোনো সমান অধিকার দেখতাছি না..
একটা মেয়ে যখন বাড়ির বাইরে টাকা ইনকামের জন্য যাই.রাত ১০ টা পযন্ত কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরে.মাঝে মধ্যে সে নাইট ও করে..সারা রাত মাথার ঘাম পায়ে ফেলে তখন কোথায় থাকে আমাদের সমাজের সংস্কৃতি তখন কেনো.ওই মেয়েকে বলা হয় না.এতো রাতে মেয়েদের বাহিরে থাকা মানা..আমরা ছেলেরা তো আছি.সংসারের সব খরচের চিন্তা আমি নেব.তুমি শুধু সংসারটা খুব যন্ত করে সাজাও.
তখন কিন্তু কেউ এই কথা ভুলে ও বলে না..
আর আমি কোনো..ভাইয়াদের উদ্দেশ্য করে এসব কথা বলি নাই.বললাম তাদেরকে যারা মেয়েদের পায়ে শিকল বেধে ঘরে আটকাতে চায়.আর প্রয়োজন হলে..তাদের কঠোর পরিশ্রম এর মাঝে ঠেলে দেয়....তখন রাত দিন সবই ওই সব মানুষ এর কাছে সমান