পিচ্চির বরের সিনিয়র বউ

সকালেই Good morning Slap খেলাম
একটা । আসলে নিলা আপুকে ভালোবাসি
বলতেই একটা বসিয়ে দিল
প্রতিদিন দুইটা করে দেয় কিন্তু আজ

সকালেই Good morning Slap খেলাম

একটা । আসলে নিলা আপুকে ভালোবাসি

বলতেই একটা বসিয়ে দিল

প্রতিদিন দুইটা করে দেয় কিন্তু আজকে

একটা দিল

তাই মনে সাহস জুগালাম আজকে আর একবার

বলব

দেখি কি করে

নিশ্চয় আপনারা

সবাই ভাবছেন প্রতিদিন বলতে কি বুঝাইল

আসলে নীলা

আপু আমার কাকাতো বোন , আপন কাকার

এক মাত্র মেয়ে

। আজ থেকে প্রায় এগার বছর ধরে পিছনে

পরে মানে বুঝার বয়স এর পর থেকে পরে

আছি কিন্তু কোন লাভ হচ্ছে না / উনি

নাকি আমাকে ছোট ভাই এর মতো দেখে ,

তাতে কি আমিতো আমার সিনিয়র বউ এর

মতো দেখি

। বাবা আর কাকার মিলিত কোম্পানি

আছে যেখানে উনি মানে নীলা ম্যাডাম

অফিসের এম ডি আর আমি পড়া লেখা শেষ

করে সাধারন কর্মকর্তা ।

আসলে নীলা আপুর মানে সিনিয়র বউ এর

আন্ডারে কাজ করতে ভালই লাগে

। আর ভাল লাগবেই না কেন , সারাদিন

সিনিয়র বউ এর কেবিনেই পরে থাকি , উনার

কোন কাজ থাকলে

আমিই করে দেই । আসলে এমনি দেখতে

গেলে অফিসটা ইন্ডাইরেক্টলি আমিই

চালাই

কিন্তু নাম হয় নিলার ।

এমন কথা শুনে সবাই ভাবতে পারেন বিয়ের

আগেই বউ

পাগল ।

যে জাই ভাবুক আমার কি আমাকে তো গল্প

থেকে বের করে

কিছু স বলতে পারবেন না

সেই এগার বছর ধরে পরে আছি কিন্তু কোন

সারা পেলাম না

এতো দিন যদি কোন নাইকার পিছনে পরে

থাকতাম

নিঃসন্দেহে আমার প্রেমে পরে যেতো

জাই হোক এখন গল্পের বাহ্যিক অংশের

দিকে যাওয়া জাক

মানে পরিচয় পর্ব

আমি মতিউর এইবার অনার্স কমপ্লিট করে

বাবার অফিসের এমপ্ললয়

হিসেবে জব করছি , আমি ছোট বোন ইরা ,

নিলা , কাকা , কাকি , মা , বাবা এই নিয়েই

আমাদের যৌথ পরিবার

দাদা দাদি সেই অনেক আগেই পটল

তুলেছেন আর একটা কথা না বললেই নয় যে

কাকা মানে নীলার বাবা আমাকে একটু

বেশিই ভালোবাসে , নিজের মেয়ের ছোট

হওয়া সত্ত্বেও উনি

নাকি আমাকে উনার মেয়ের জামাই করবে ,

আমিতো পুরা সোনায় সোহাগা

কিন্তু সিনিয়র বউ কখনো আমাকে বুঝার

চেষ্টা করেনি

। অলটাইম আমাকে অপমান আর অবহেলা

করেই চলেছে , এমনকি আজ পর্যন্ত একটা দিন

আমার সাথে ভাল করে কথাও বলেনি ।

সেদিন এক থাপ্পর খেয়ে মন ভরেনি তাই

আমি আবার গেলাম আরেকটা খেতে

মানে আবার প্রপোজ করতে গেলাম

নীলা আপুর রুমে যখনি ঢুকতে যাব

সামনে কিসের সাথে জেন সেই রকম একটা

ধাক্কা খেলাম

সামনে দেখি নিলা , তার মানে নিলা আপুর

সাথেই ধাক্কা টা খেলাম । ধাক্কার টাল

সামলাতে না পেরে সোজা নিলাকে

জড়িয়ে ধরেই

ধপাস । মানে পরে জাই , শুধু পরে জাই নি

সাথে আমার আর নিলার ঠোঁট এক হয়ে যায় ।

আমিতো

মহা খুশি লাইফের প্রথম কিস , তাও আবার

ভালোবাসার মানুষটা থেকে । আমার তো

খুব ভাল লাগছে , হঠাৎ দেখি নিলা আমাকে

এক প্রকার ধাক্কা দিয়েই

সরিয়ে দিল । উঠে দারিয়েই

ঠাস ঠাস ঠাস ঠাস ঠাস

পাঁচটা থাপ্পর আমার কানের নিচে পরল ,

থাপ্পর গুল নিলার শরীরের সমস্ত শক্তি

দিয়ে

দিয়েছিল তারপর বলতে থাকে

নিলা ছোট লোক ইতর তোর সাথে কথা

বলতেও আমার বিবেকে বাঁধছে । এতদিন

প্রপোজ , ছোট ভাই ভেবে কিছু বলিনি

কিন্তু আজ জা করলি টা মাত্রারিক্ত ।

ভেবেছিলাম তুই দুষ্টামি করে

এমনটা করতি তাই এতটা মাথা ঘামাইনি

আমিঃ আমি ইচ্ছে করে করিনি ( গাল

ডলতে ডলতে )

নিলা থাক তোকে আর সাফাই দিতে হবে

না । এতদিন জানতাম তুই দুষ্ট । কিন্তু আজ

জানলাম

তুই চরিত্রহন লম্পট একটা ছেলে

আমিঃ নিলা আমি তুমাকে ভালোবাসি

উপমা ভালবাসিস তাই না ? তোর

ভালোবাসা আমি বের করছি দাড়া

উপমা কথা টা বলে কোথায় জেন চলে গেল ।

আমি গালে হাত ডলছি হাতটা ঠোঁটের কণে

জেতেই কিছু ভেজা ভেজা হাতে লাগল ।

হাতটা সামনে এনে দেখি

এমা আমার ঠোঁট কেটে গেছে ।

নিলা আপু এতো জোরেই মেরেছে যে আমার

ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে

ঠোঁটের কোন থেকে রক্ত গুল মুছছিলাম তখন

নিলা আপু কাকে জেনো নিয়ে আসছে

আর তাকে বলছে যে

নিলা আস দেখে জাও তুমার ছেলের

কীর্তি

একটু পর দেখই মা আমার সামনে এসে

দাড়িয়ে

মাঃ মতিউর , নিলা জা বলল টা কি সত্যি ?

আমিঃ ( মাথা নত করে ) হে মা সত্যি

 

চলবে......

 

সবার সাড়া পেলে খুব শিঘ্রই ২ পর্ব দিব।

 

 

.#পিচ্চি_বরের_সিনিয়র_বউ

#Session_1

#writer_Motiur_Rahman

#part_2

ঠোঁটের কোণ থেকে রক্ত গুল মুছছিলাম তখন

নিলা আপু কাকে জেন নিয়ে আসছে

আর তাকে বলছে যে

নিলা আস দেখে জাও তুমার ছেলের

কীর্তি

একটু পর দেখই মা আমার সামনে এসে

দাড়িয়ে

মাঃ মতিউর নিলা যা বলল তা কি সত্যি ?

আমিঃ ( মাথা নত করে ) হে মা সত্যি

নিলা- তুমার গুণধর ছেলের গুনের তো

অভাব নেই । বড় বোনের

সাথে এসেছে প্রেম করতে । এতদিন জাও

সহনীয় ছিল কিন্তু আজকে ......( কথা টা

বলেই কেদে দিল )

মাঃ কি করেছে আজকে ?

তারপর নিলা ১১ বছর আগের কথা থেকে

আজকের অনিচ্ছাকৃত ঘটনার কথাও বলল /

মা এইসব কথা শুনে

মাঃ ছিঃ তুই এতো নিচে নামতে পারলি

এটা আমার কল্পনার বাইরে ছিল । তোর

মতো দুশ্চরিত্র ছেলেকে নিজের ছেলে

বলতে আমার ঘৃণা হচ্ছে

আমিঃ মা ! আমি নিলাকে ভালবাসি । আর

আজকের ঘটনার জন্য আমি একটুও দায়ি নই

( মিনতির স্বরে )

কথাটা বলতে দেরি হল কিন্তু নিলা

আমার গালে থাপ্পড় লাগাতে দেরি হল না

নিলা- তুই ভাবলি কি করে তোর মতো

ছেলেকে আমি ভালোবাসবো ? আর তার

থেকে বড় কথা তুই আমার চাচাতো ছোট

ভাই । আর আম্মু তুমাকে বলছি তুমার

ছেলেকে

বুঝাও ( আসলে নিলা আমার মাকে আম্মু

বলে )

মাঃ অর মতো ছেলের আমার দরকার নেই ।

আজ থেকে আমার একটাই মেয়ে । আমি যে

কলঙ্ক গর্ভা সেটা তোর কারনে আমি

জানতে পারলাম । যদি আগেই জানতাম তুই

বড় হয়ে এমন কোন কাজ করবি তাহলে

ছোটবেলায়ই তোকে গলা টিপে মেরে

ফেলতাম

কথাগুল বলেই মা উনার রুমে চলে গেল আমি

মূর্তি প্রায় হয়ে নিলার রুমের মাঝখানে

দাড়িয়ে আছি । এক পর্যায়ে নিলা কোন কথা

না বলে

আমাকে এক প্রকার জোর করেই তার রুম

থেকে বের করে দেয়

নিলার ধাক্কা দেওয়ার ফলেই বুঝতে পারলাম

যে শরীর টা অনেক ক্লান্ত আর দুর্বল হয়ে

গেছে । গালটা কেমন যেন টনটন করছে

। মাথাটা কেমন ধরেছে বলে মনে হচ্ছে

অনেক কষ্টে নিজের রুম পর্যন্ত আসতে

পেরেছি । সেদিন আর খাওয়ার জন্য কেউ

ডাকল না

। কেউ না আসলেও আদরের বোনটা এসে


Jwel Rana

36 Blog posts

Comments