মৌ চলে গেলো নিশি আমার কাছে আসলো,
-ভাইয়া তুমি একা কেনো, তোমার আব্বু-আম্মু কোথায়। (নিশি)
-আরে বোন আমার আম্মু-আব্বু গ্রামে থাকেন। (জামিল)
-ও তাহলে এখানে কি করার জন্য আসলে।(নিশি)
-এখানে চাকরী করবো তাই। (জামিল)
-ও আচ্ছা। (নিশি)
-আচ্ছা নিশি তোমাকে একটা কথা বলি।
-হুম ভাইয়া বলেন।
-এই ফুলের বাগান টা কার।
-এটা আপু লাগিয়েছে আমার এক ভাইয়ার জন্য।
-তোমার কি ভাইয়া আছে।
-হুম আছে(নিশি)
-কোথায় সে আর (জামিল)
-আমার ভাইয়া কানাডা থাকেন আর ওনার সাথে আপুর বিয়ে হবে তাই আপু বলছে ভাইয়া না কি কয়েকদিনের ভিতর চলে আসবে তাই আপু ফুল গাছ গুলোকে খুব যত্ন করে রাখছে।(নিশি)
-ও আচ্ছা এখন তুমি নিচে যাও সন্ধ্যা হয়ে যাচ্ছে। (জামিল)
-হুম যাচ্ছি। (নিশি)
নিশি চলে গেলো আমিও ছাদ থেকে নেমে মাগরিবের নামাজ পড়তে চলে গেলাম। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে আব্বু-আম্মুর সাথে কথা বললাম।
রাত্রে ৯ টার দিকে হোটেলে গিয়ে খেয়ে এসে শুয়ে পড়লাম
পরেরদিন ঘুম থেকে উঠে দেখি মৌ আমার রুমে,
,
,
,
,
,
,
,চলবে।
#প্রথম_পর্ব
#গল্পঃ_চাচাতো_বোনের_সাথে_প্রেম#গল্পঃ_চাচাতো_বোনের_সাথে_প্রেম
#পর্ব_২
#লেখকঃ_কাব্য_জামিল
পরের দিন ঘুম থেকে উঠে দেখি কে আমার রুমের দরজায় ধাক্কাচ্ছে।
দরজা খুলে দেখি মৌ দাড়িয়ে আছে মুখটা একটু শুকনো শুকনো লাগছে, আর চোখ গুলো লাল হয়ে আছে। মনে হয় রাত্রে ঘুমায়নি পাগলিটা।
-এই জমিদার সাহেব আম্মু পাঠিয়েছে (মৌ)
-জ্বী বলেন কি।(জামিল)
-আম্মু বলছেন সকালের নাস্তা টা আমাদের বাসায় করবেন(মৌ)
-জ্বী ঠিক আছে। (জামিল)
মৌ চলে গেলো, ঘুম থেকে উঠে আজকে পাগলিটাকে দেখলাম। মনটা এখন খুব হালকা লাগছে।
ওয়াশরুমে চলে গেলাম, সেখানে ফ্রেশ হয়ে কাপড়-চোপড় পড়ে নিচে চাচ্চুর মানে মৌ দের বাসায় চলে আসলাম। এখনো এখানে আসছি থেকে চাচ্চু আর ছোট আম্মুকে দেখিনি।
মৌ দের বাসায় চলে আসলাম। বাসার কলিংবেলটা টিপ দিতেও নিশি এসে দরজা খুলে দিলো।
-ভাইয়া কেনন আছো। (নিশি)
-এইতো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো(জামিল)
-ভালোই আছি। এসো ভিতরে এসো
ভিতরে ঢুকে দেখি ড্রইংরুমে ছোট আব্বু আর মৌ বসে আছেন।
-আসসালামু আলাইকু চাচ্চু(বড় বলে ডাক দিলাম