এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর

Comments · 47 Views

এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। গতকাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শুরু হবে। এদিন সকালে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ অক্টোবর। ১৫ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী ব্যবহারিকের উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্য কাগজপত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রতিনিধির কাছে জমা দিতে হবে।

 

এর আগে চলতি এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ৩০ জুন। ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের জেরে প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরে বাকি পরীক্ষাও স্থগিত করা হয়।

 

এরপর ১১ আগস্ট পুনরায় পরীক্ষা শুরু করার ঘোষণা দেয়া হয়েছিল। তবে পরে সেটিও স্থগিত করা হয়। শিক্ষা বোর্ডের একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে ১১ আগস্ট থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল।

 

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ আর ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৭২৫টি। আর কেন্দ্রের সংখ্যা ৯ হাজার ৪৬৩। দেশের বাইরে বিদেশেও এবার মোট ২৮১টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজন করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় ৪৭টি, রিয়াদে ৪৩, ত্রিপোলিতে দুই, দোহায় ৬৩, আবুধাবিতে ৪৪, দুবাইয়ে ২২, বাহরাইনে ৩৪ ও ওমানে ২৬টি।

Comments
Read more