Diabetes Mellitus/ বহুমুত্র
* লক্ষনঃ ঘন ঘন প্রসাব হবে।
② খুব বেশি পিপাসা পাবে।
খুব বেশি ক্ষুদা লাগবে।
⑧ যথেষ্ঠ খাওয়ার পরেও ওজন কমরে
© ক্লান্তি ও দূর্বলতা থাকবে।
চোখে ঝাপসা দেখা।
এ কোথাও কেটে গেলে ক্ষত শুকাতে দেরি লাগা। হওয়া।
⑥ ক্ষুদা লাগলে শরীরে কাপুনি দেওয়া।
* প্রকারভেদ:-
①TYP-1 DM:ঃ (৪০ বছর বয়সের আগে)
TYP-II DM:(৪০ বছরের পরে)
TYP-H Secondary - DM:- প্রতিবন্ধী বা জন্মগত হরমোলান রোগীদের
Gestational DM(GDM):- প্রসূতি মা অর্থ্যৎ প্রেগন্যান্সি মহিলার
* নরমাল গ্লুকোজ রেট: (4.5-6.1)
*Adv:-FBS (Fasting Blood Sugar), ≤7.0 mmol/L
2HABG(2 hours after Blood Glucose) 11.1 mmol/L ③OGTT (oral glucose Tolerance Testo)
④ HbAlc: 6.5% (৩মাসের রির্পোট)
⑤RBS (Random blood Sugar) নরমাল রেট > 11
Non Diabetic 36-6.0mm
*R*, If Patient overweight and normal Kidney function test. {S. creatinine.) অথাৎ যদি ওজন বেশি হয় এবং স্বাভাবিক কিডনী থাকে তাহলে এই ঔষধ দিবো।
Tab: Metformin/Comet/Glucomet 500/850mg দুপুরেযাওয়ার পরে (০+১+০) ০৫ (১+০+১) (১+১+১) যদি 1st এ না কমে Then 2nd
তাও না কমলে Bird Option. প্রাশপ্রতিক্রিয়াঃ ওজন কমে, অরুচি,, ক্ষুদা মন্দা,, ডায়রিয়া হলে দেওয়া যাবে না।
* যদি রোগী শুকনা,, নরমাল ওজন বা ফিট থাকে সেক্ষেত্রে এইঔষধ দিবোঃ
* Tab:Glimepiride/Secrim(1/2mg) দুপুরে খাওয়ার আগে (৩+১+০)1st এ 1 mg যদি না কমে তাহলে ২ mg দিবো।
*Another drug:-
MR Tab: Gliclazid/Glizid/DiaPRO MR খাওয়ার আগে ০+১+০) 30/60mg. 30mg না কমলে comg দিতে হবে।
* এই মেডিসিন গুলো গর্ভাবস্থায় কোন ভাবেই রোগীকে দেওয়া যাবে না।