Sinusitis
* লক্ষনঃ-নাক বন্ধ হয়ে থাকা।
মাথা ব্যাথা করা
ত শরীর ম্যাজম্যাজ করা।
⑧ রোদে গেলে দৃষ্টিশক্তি কম মনে হয়।
⑤ রোগী মুখ দিয়ে শ্বাস নিবে।
⑤ মাথার একপাশ বেশি ব্যাথা হয়।
* কারণ:-১ অতিরিক্ত ধূলাবালি।
৫ রক্তে এলার্জির পরিমান বেশি থাকা
বংশগত রোগ থাকলে
। ③ দীর্ঘমেয়াদী common cold.
এজমা/COPD
Sinusitis ২ প্রকার। যথাঃ-
Acute (স্বল্পমেয়াদি)
Chyonic (দীর্ঘমেয়াদি) ৬ মাসের বেটি
*RX,
Tab: Deslor/Fexo (120ma) (১+০+৩) ১৫ দিন
Tab:-Monas (10mg) ০+০+১১ মাস সেন্ধায় খেতে হবে)
Drop: Antazol/Rhinozol 0.1% ২ ফোটা করে ২ নাকে দিনে ৪ বার (৭-১০দিনী
*Adv, X-ray PNS olm view
Menthol বাষ্প টানবেন।
বাচ্চাদের জন্যঃ-
SYP:-Alotrol/Fexo ১ চামচ ২ বার
Drop:-Afrin 0.025% ২ ফোটা ২ নাকে
২ বার ৭ দিনের বেশি নয়।
Tab: Monas 5mg (০+০+১) সন্ধ্যায় ১ মাসু
Syp/Tab: Ceevit-(১+১+০) ১ মাস
* প্রতিকারঃ ধূলাবালি থেকে দূরে থাকা। ③ ঠান্ডা পানি বা এ জাতীয় বস্তু থেকে দূরে থাকা।
৩ বেশিক্ষন পানি নাড়াচারা করা বা গোসল করা থেকে দূরে থাকা। ⑧এলার্জির খাবার থেকে বিরত থাকা।