সূরা ফাতিহা

সূরা ফাতিহা এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ:-

মক্কায় অবতীর্ণ। ১ম পূর্ণাঙ্গ সূরা।

 

সূরা ১, আয়াত ৭, শব্দ ২৫, বর্ণ ১১৩।

 

 

আরবি উচ্চারন বাংলায় অনেক সময় ভুল থাকে।তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি, যখন বাংলায় উচ্চারন শিখবেন তখন অবশ্যই আরবির সাথে মিলিয়ে নিবেন। আর যদি কেউ আরবি দেখে পড়তে না পারেন তাহলে অবশ্যই অডিও শোনে বাংলার সাথে মিলিয়ে নিবেন।

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 

উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।

 

অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

 

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

 

উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।

 

অনুবাদ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

 

الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 

উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।

 

অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

 

مَالِكِ يَوْمِ الدِّينِ

 

উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।

 

অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।

 

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

 

উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন

 

অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

 

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

 

উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম

 

অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।

 

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

 

উচ্চারণ : সিরাত্বল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।

 

অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।


Akhi Akter Mim

313 Blog posts

Comments