ধৈর্য

ধৈর্য মানুষকে সাফল্যের চূড়ান্তের কাঠগড়ায় যেতে সহায়তা করে।

কি, দুঃখে কষ্টে জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনে নানান ধরনের সমস্যা থাকবেই সমাধান করেন। নইতো চুপ কার সব কিছু ছেড়ে দেন।এ কোনোটাই স্পীয় নই যদি পারেন নিজে সময়ের উপর পৃষ্টিীর দুঃখ কষ্ট মুখ । আর এই জন্য আল্লাহ তা'আলা কোরআনে বলেছেন!

 

নিশ্চয়ই কষ্টের সাথে স্বত্ত্বি আছে। ন যদি কষ্টে থাকেন তাহলে আপনাকে সুসংবাদ দিতে চাই। অতিদ্রুত সুখের সময় সাসছে। আর যদি সুখে থাকেন তাহলে এটা দেঅনিত্ব এ সুখ স্বামী নয় আর যদি সব সময় চনি আপনার কল্যাণ হোক, ভালো হোক, কোনো প্রকার ক্ষতি না হোক' তাহলে সব সময় আপনাকে অন্যের কল্যান করতে হবেক মনে হিংসা ব্যখা যাবেনা। মন হিংসা মুছে ফেলুন,

 

দেখবেন আল্লাহ' তা' আলা নিজ থেকেই আপনার কল্যান করা শুরু করবেন। এটাই পৃথিবীর চিরন্তর সত্য কথা, সব সময় মনে রাখবেন তাড়াহুড়ো করে পাওয়া কোনো জিনিস বেশি দিন টিকে না। রাতারাতি আঙুল ফুলিয়ে কলাগাছ হওয়া যায়। সেগুন বা গর্জন গাছ হওয়া যায় না। তাই - ভালো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরুন অপেক্ষা করুন। সময় দিন। কথার আছে না কাউকে ভালোবাসা কঠিন নয়। কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। সঠিক সময় আসবে এটা ভেবে বসে থাকবেনা। খারাপ সময়গুলোকে নিজ থেকে পারফেক্ট বনানোর চেষ্ট করুন। তাহলেই দেখবেন জীবন আপনার মোড় ঘুরছে। কখনো কোনো কষ্ট আর থাকবে থাকবে না

 

একবার ভাবুন, চিনি আর লবন কিন্তু দেখতে একই রকম বলা যাশ পার্থক্য টা শুধু স্বাদে, 

তেমনী জীবনের চলার পথের সব গুলো মানুষ দেখতে একই রকম হবে। 

কিন্তু পার্থক্যটা থাকবে আচরণে

 

আর কারো অন্তরে আঘাত দিয়ে আল্লাহর কাছে নিজের সুখ প্রার্থনা করে কোনো লাভ নেই। আর কারো সুখ আর আনন্দের জন্য পরিশ্রম করলে আল্লাহ তা'আলা নিজ থেকে আপনার নিজের জীবনের কষ্টের চিন্তার করা বাদ দিয়ে দিন। আল্লাহ তা'আলা নিজ থেকে আপনার অন্তরের কষ্ট জীবনের কষ্ট দূর করে দিবে। আর সব সময় বাহ্যিক চেহার দেখে কখনো কডিকে বিচার করবেন না। হতে পারর দামী-পোশাকের পিছনে একটা নোংরা মনমানসিক আছে" আবার এমন ও হতে পারে নোংরা পোশাকের পিছনের মানুষটি আল্লাহর সন্তুষ্ট কামনা কারি বান্দা। অহংকার বলে দেয় টাকা কত হবে। আর আচরণ বলে দেই পরিবার বর্গ কেমন। সপ্শ বলে দেই স্বভাব কেমন? আর তর্ক বলে দেয় জ্ঞান কেমন?  

মুখের ভাষা বলে দেয় মানুষ কেমন। পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেই ভবিষ্যৎ কেমন।

https://youtu.be/yMZj7v6WVBE?si=X56lO7xb_9K78vLY


Akhi Akter Mim

313 Blog posts

Comments