ঘাছিফুল

প্রকৃতির সৌন্দর্য ফুল

প্রকৃতির সৌন্দর্য ফুল কারনা ভালো লাগে ফুল সবার ভালো লাগে সবার প্রিয়

 

আমি কাশি ফুলের দুই তিনটা গোড়া লাগিয়েছিলাম দুই তিনটা থেকে এতগুলা হয়ে গেছে যখন ফুল ফোটে ওঠে তখন খুবই ভালো লাগে আমি জায়গা জায়গায় দুই তিনটা করে লাগিয়েছিলাম এতগুলা হয়ে গেছে 

 

আমার বাসায় শুধু ঘাসি ফুলেরই গাছ না আরো অন্যান্য গাছ আছে যেমন গাঁদা ফুল নয়ন তারা ফুল গোলাপ ফুল আরো কয়েকটা ফুল আছে এগুলা ফুল ভালো লাগে ফুল এমন একটা জিনিস সবার কাছে সুন্দর

 

ফুল বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের লাগে যেমন একটু রাগ হলে রাগ ভাঙ্গানোর জন্য আর স্বামী স্ত্রীর যখন কেউ একজন রাগ করবে তখন একটা ফুল নিয়ে আমি তোমাকে ভালোবাসি বললে তার রাগ ভেঙ্গে যাবে এখন তো হলে ভালোবাসায় যাই

 

এই ফুল দিয়ে আবার পারফিউম হয় হলে পারস্য আমার কাছে ভালোই লাগে স্মেলটা অনেক সুন্দর লাগে ফুল দিয়ে আতর হয় স্মেলটা সুন্দর লাগে 

 

কাউকে একটি ফুল ধরিয়ে দিয়ে বলবো তোমার জন্য এটা নিয়ে আসলাম কেমন দেখতে দেখবেন সে ও খুব ভালো বলবে আর খুব খুশি হবে

 

আমি যখন সকালে ঘুম থেকে উঠে ফুলের গাছের দিকে যখন তাকায় তখন আমার কাছে ভালো লাগে সেই সুন্দর করে ফুল ফোটে থাকে দেখতে মন চায় আমি সকালে এবং বিকেলে ফুলের গাছের পানি দিয়ে পানি গেলে কি হয় পানি দিলে ফুলের গাছকে তারা থাকে ফুল ফুটে সুন্দর

 

 


Pria Begum

8 مدونة المشاركات

التعليقات