Google নামের রহস্য

কেন এর নাম google হলো

আমরা আমাদের প্রতিদিনের অনলাইন সার্চে google ব্যবহার করি। google এর নাম জানে না এমন কেউ এখন আর নেই। কিন্তু দুনিয়ায় এত নাম থাকতে google কেন? আসলে google নামের একটা অর্থ আছে। এটা এমনি এমনি দেওয়া হয় নি। 

গুগল বা গুগোল (Googol) একটি সংখ্যা নির্দেশক শব্দ। ১০¹⁰⁰ সংখ্যাটিকে এক গুগল বলা হয়। অর্থাৎ, এক লিখে তার পরে একশটি শূণ্য বসালে যে বৃহৎ সংখ্যাটি পাওয়া যায় তা-ই এক গুগল।

এই সংখ্যাটি গণিতে বিশেষ কোনো তাৎপর্য না থাকলেও অতি বৃহৎ পরিমাণ বোঝাতে এর ব্যবহার লক্ষ্যণীয়।

সার্চ ইঞ্জিন হিসেবে google এর বিশালতা বোঝাতে এর এই নামকরণ করা হয়। google নিজেই এর নামের মত বিশাল অংকের তথ্য থেকে নির্দিষ্ট তথ্য খুজে বের করে। তাই এর নাম google


Adeel Hossain

242 블로그 게시물

코멘트