গজল ও নাসিদ

কয়েকটি গজল একত্রে লেখা হলো
আমার কাছে ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন।

কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরের যেতে হবে রইবে না কেউ সাথী।।ওই কবরের যেতে হবে রইবো না কেউ সাথী।

সাড়ে তিনহাত মাটিী ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলেরী বাগাান কারো বা হবে জাহান্নাম কঠিন হবে সে দিন তোমার না থাকিলে নেকী

ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী।

 

***বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মদিনায়।

সম্মানিত শ্রদ্ধাদের সালাম জানাই দোস্ত হে।

এ দুনিয়া মিছে মায়া ধোঁকা বাজির ঘর আপন আপন করছো যাদের  তারা সবাই পর সব ছাড়িয়া যেতে হবে অন্ধকার কবর দোস্ত হে।

 

*** বাড়ি আলা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে।বাড়ি আলা 

নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে। হঠাৎ করে উঠবে বেজে চলার যাওয়ার সুর বাড়ি আলা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে।

 

***সুন্দর পৃথিবী ছেড়ে  চলে যেতে চাই না এ মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয়,

ফুল পাখি  পশুরা বনেরো মেলা।জোসনার আলোতে আহা কি মায়া আমার এ মন ছোয়ে যায় জাগে কত বাসনা।

রাঙ্গাবো এজীবন রংয়ের ও মেলায় রাঙ্গাবো এজীবন রঙ্গের ও মেলায়। 

 

***ফাতেমা রাদিআল্লাহু আনহুর নয়ন মনি হযরত আলীর জান হাসান হোসাইন শহদী হলো কারবালর ময়দান


Salma Akter

272 블로그 게시물

코멘트