ENEMY part 5

ENEMY part 4th ar por part 5 ar Kahine

মেয়েটির রির্চাজ পেপার রেডি শুধু মেয়েটি টাইপ করে সাবমিট করবে মেয়েটি সাথে তিনটি মেয়ে আছে এবং একজন সেখানে নায়িকা সেভাবে এত টাকা আসলো কিভাবে। তখন মেয়েটি নায়িকাকে বললো ও শুধু সুপার মার্কেট থেকে কিছু ডেলিভারি নিয়েছে এবং কেউ এসেছিলো ডেলিভারি করতে এবং মেয়েটি বললো আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে ছিলাম আর এসে দেখে সব রেডি। নায়িকা বলে মিথ্যা বলা বনধ করো। আর মেয়েটি নায়িকার কসম কাটলো এবং বলে তুমি নিজই সব দেখে নেও। সে একটি নোট ও রেখে গেছে। তোমাদের মত বাচ্চাদের পড়াশুনা করার পুরো অধিকার আছে। নায়িকা নোটটি পড়ার আর বলে খুব মিষ্টিকথা। তখন নায়িকা বলে

আমাদের রির্চাজ বাকী আছে। শুধু তোর রিচার্জ হয়েছে। মেয়েটি বুঝতে পারে প্রথম বন্ধু বড় মাপের কোনো হ্যাকার। কারণ এতো বড় রির্চাজ করা কোনো সাধারণ মানুষের কাজ না। নায়িকা পড়ে সে সুপার মার্কেটে প্রথম বন্ধুর খোজে চলে আসে। তাকে তার ছেলে বন্ধু নায়িকাকে নিয়ে প্রথমবন্ধুর কাছে আসে। হ্যালো তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে নায়িকা বলে। তুমি আমার ঘরে এসে আমার বান্ধবীর মেডিকেল রিচাজ পেপার হ্যাক করেছে। তাই না। প্রথম বনধূ বলে তার ছেলে বনধু তাকে কিছু বলে ছে কিনা। প্রথম বন্ধু বলে ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে। মেয়েটি পড়ে ওকি দিয়ে তার হিসাবের

 

খাতা দেখে হাতের লেখা আর নোটের

লেখা এক বুঝতে পারে। এবং বলে তার জানা আছে প্রথম বন্ধুটি সে, সো প্লিজ আমাকেও হেল্প করে দেও। প্রথম বন্ধু বলে আমার কথা কান ও মন দিয়ে শুনেন যাকে খোজতে এসেছো তাকে খোজে, ও সে আমি না, তোমার যদি সপ থেকে কিছু নেওয়ার হয় তুমি নিতে পারে। কিন্তু রিচার্জ বা হ্যাকিং এর কথা বলতেছো এসব খুব খারাপ কাজ হে। লোেক দিন রাত দিন পরিশ্রম করে লাক টাকা খরচ করে রিচার্জ পেপার ডাউন লোড করে। আর তুমি এসেছো ফ্রীতে হ্যাক করতে। এসবে কত বড় রিস্ক আছে জানো তুমি। দোকান বন্ধ করবো যাও তুমি। মানে তুমি আমাকে হেল্প করবে না।

https://youtu.be/K2QsUZgLeYQ?si=Ubws6361vGZW0elI


Salma Akter

272 블로그 게시물

코멘트