সন্তানরা হামাগুড়ি দেওয়া থেকে হাঁটতে শেখার সময় যখন বাবার হাত ধরে তখনই অনুভব করে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত হাত জোড়ার। সবচেয়ে বেশি নির্ভরতার জায়গা ও সুবিশাল বটবৃক্ষ হচ্ছে ‘বাবা’। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী এই বাবা দিবস পালন করা হয়। মূলত বাবার প্রতি ভালোবাসা থেকেই একটি বিশেষ দিন বাবাকে উৎসর্গ জন্যই ‘বাবা দিবস’ পালিত হয়। এই দিনে সন্তানদের আনন্দের কোনো সীমা থাকে না।বাবা মনের সকল আবদার করার জায়গা। শত কষ্ট হলেও বাবা তার সন্তানদের পূরণ করে। বাবা মানে নিজের ইচ্ছা পূরণ না করে সন্তানের ইচ্ছা পূরণ করায় যেন তার লক্ষ। হাওয়া উনি নিজের কষ্ট করে ওপার্জিত টাকা সহজেই সন্তানদের ভবিষ্যতের কাজে লাগিয়ে দেওয়া। ভালবাসি বাবা অনেক ভালোবাসি তোমায়।
Badhon Rahman
177 블로그 게시물