সকাল

সকাল দিয়ে শুরু হয় নতুন দিনের সূচনা

অসম্ভব সুন্দর আজকের সকালটা। ঘুমের প্রয়োজন থাকলেও ঘুমানো গেল না। অনেক অনেকদুর ঘুরে আসতে ইচ্ছে করছে। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে এত সুন্দর একটা সকাল উপভোগ করতে পারছি বলে।সকাল মানেই যে সকাল আসলে তা না। সকাল মানে এক নতুন দিন। নতুন জীবন। সকালের সূর্য উঠা দেখতে খুব ভালো লাগে।মিষ্টি বাতাস,আহ কি সুন্দর। নামাজ শেষ করে যখন মাঠে যাই, ঘাসের উপরে শিশির।ঘাস গুলো আলতো করে ছুয়ে, শিশির এ হাত ভিজানো। এগুলো করতেই ভালো লাগে।তার পর বাড়ি ফিরে আম্মুর হাতের নাস্তা। খেয়ে কলেজে যাই।সারা দিন ভালো কাটে।আসলে সকাল টা ভালো গেলে সারা দিনি ভালো যায়।

শুভ সকাল ??


Sazid Sheikh

6 Blog bài viết

Bình luận