নারীর ইচ্ছা পণ্য

একদিন এক বিবাহিত নারী হাঁটতে হাঁটতে ফাঁদে আটকানো এক ব্যাঙকে দেখে উদ্ধার করল। ব্যাঙ খুশী হয়ে নারীকে তিনটা ইচ্??

একদিন এক বিবাহিত নারী হাঁটতে হাঁটতে ফাঁদে আটকানো এক ব্যাঙকে দেখে উদ্ধার করল। ব্যাঙ খুশী হয়ে নারীকে তিনটা ইচ্ছা প্রকাশ করতে বলল, যা সে পূরণ করবে। কিন্তু শর্ত হলো নারীর পূরণকৃত ইচ্ছার চেয়ে ৫ গুণ স্বামীকে প্রদান করা হবে।

 

নারী তার ১ম ইচ্ছার কথা বলল-

নারী : আমি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতে চাই।

ব্যাঙ : চিন্তা করে দেখ, তোমার স্বামী কিন্তু তোমার ৫ গুণ সুন্দর হবে।

নারী : সে আমার স্বামী, আমি তাকে সুন্দর দেখতে চাই।

ব্যাঙ নারীর স্বামীর প্রতি প্রেম দেখে খুশী হয়ে ১ম ইচ্ছা পূরণ করলো।

 

নারী তার ২য় ইচ্ছার কথা বলল-

নারী : আমি বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হতে চাই।

ব্যাঙ : চিন্তা করে দেখ, তোমার স্বামী কিন্তু তোমার ৫ গুণ ধনী হবে।

নারী : সে আমার স্বামী, তার সম্পদ আমার, আমার সম্পদ তার।

ব্যাঙ খুশী হয়ে তার ২য় ইচ্ছা পূরণ করলো।

 

 

 

নারী তার ৩য় ইচ্ছার কথা বলল-

নারী : আমি চাই আমার মাঝারী ধরনের হার্ট অ্যাটাক হোক।

ব্যাঙ : চিন্তা করে দেখ, তোমার স্বামী কিন্তু মারা যাবে।

নারী : তা নিয়ে চিন্তা নাই, আরেকটা পাবো।


Jwel Jwel

181 Blog Mesajları

Yorumlar