হাসির বাক্স

বাঁচতে হলে হাসতে শিখুন নিজেকে ভালো রাখতে হলে হাসতে শিখুন

পুলিশ: বল তুই ট্রেনে উঠে এতগুলো মহিলাকে কামড়ালি কেন.?

আসামি : আমি কি করব.? ট্রেনেই তো লিখা ছিল "মহিলাদের কামরা" ।

--------------------------------------------------------------------------

২.বল্টু প্রতিদিন বিকেলে এসে

ডাক্তারখানার সামনে দাঁড়িয়ে

থাকে আর হাঁ করে তাকিয়ে মেয়ে দেখে..........!!

বেশ কিছুদিন লক্ষ্য করার পর ডাক্তারবাবু একদিন এসে

বল্টু'কে জিজ্ঞেস করলো..........??

ডাক্তারঃ- কী ব্যাপার মশাই,

আপনি প্রতিদিন বিকেলে

এসে আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে এভাবে মেয়ে দেখেন কেন...........??

ব্যাপার কী...........??

 

↓↓

↓↓

বল্টুঃ- আরে ডাক্তারবাবু, আপনিই তো লিখে

রেখেছেন.............!!

মহিলাদের দেখার সময়ঃ- বিকাল

"৪টা থেকে ৬টা...........!!"

---------------------------------------------------------

৩.বস: যেদিন থেকে তোকে চাকরি থেকে বরখাস্ত করেছি তুই আমার বাড়ির সামনে Potty করে যাস।

এর কারন কি.?

এবার কিন্তু আমি তোকে পুলিশে দেব।

বল্টু : এর কারন কিছুই না আমি শুধু আপনাকে বোঝাতে চাই যে আপনি আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছেন বলে আমি না খেয়ে মরে যাইনি

--------------------------------------------------------------

৪.পচার দাঁতে পোকা হয়েছে। ডেন্টিস্টের কাছে না গিয়ে সে গেল এক সাধুবাবার কাছে।

সাধু তাকে পরামর্শ দিল পর পর তিনদিন রোজ সন্ধ্যায় Whisky আর কাবাব খেতে। আর চতুর্থ দিন শুধু কাবাব খেতে।

পচা সেই মতো তিনদিন Whisky আর কাবাব এবং তার পরের দিন শুধু কাবাব খেল।

সেই রাতেই পোকা বেরিয়ে এসে জিজ্ঞাসা করল "আজ Whisky নেই.?"

------------------------------------------------------------

৫.স্বামী -স্ত্রী রেস্তরাঁয় খেতে গিয়েছে। পাশের টেবিলে একটি মাতাল গ্লাসের-পর-গ্লাস সাবাড় করে চলেছে। স্ত্রী ওই মাতালটিকে দেখিয়ে স্বামীকে বলে, ‘ওই যে মাতাল লোকটাকে দেখছ, ও আমার প্রাক্তন প্রেমিক। আমি ছেড়ে দেওয়ার পর এমন হয়ে গিয়েছে.!’ স্বামী লোকটিকে মন দিয়ে দেখে বলল, ‘এটা কিন্তু বাড়াবাড়ি.! যা হওয়ার হয়ে গিয়েছে, এত দিন ধরে সেলিব্রেট করার কোনও দরকার নেই। ’

--------------------------------------------------------------

৬.দাঁতের ডাক্তারকে ঠাকুমা বলল : "অ ডাগতার, দাঁত তুলতে পারিস.?"

ডাক্তার বলল : "আমি তো ডেন্টিস্ট। দাঁত নিশ্চয়ই তুলতে পারি।"

ঠাকুমা বলল : "তবে চল দিকি বাবা, দাঁতগুলো তুলে দিবি।"

ডাক্তার : "কোথায়.?"

ঠাকুমা : "আর বলিস না। পুকুরে ডুব দিতে গে আমার বাঁধানো দাঁতের পাটি টুপ করে পড়ে গেল। চল বাবা, তুলে দিবি।

-------------------------------------------

 


MD Hemal

14 مدونة المشاركات

التعليقات