ভালোবাসার অসমাপ্ত গল্প

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি? বেছ। তোমাকেও ভালোবাসতে হবে।
-- ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না। আর কখনো ভালো

.

-- পাপা পাপা আমাকে আজকে বেড়াতে নিয়ে যাবে।

-- হুমম আম্মু নিয়ে যাবো।

-- সত্যি পাপা।

-- হুম সত্যি।

-- তিন সত্যি বলো।

-- সত্যি সত্যি সত্যি তিন সত্যি আজকে আমার অবনী মামণিকে বেড়াতে নিয়ে যাবো।

-- আই লাভ ইউ পাপা, উমমমমমমমম্মা।

-- আই লাভ ইউ টু মামণি, উমমমমমমমম্মা।

.

শরীর পুরা শক্তি দিয়ে জড়িয়ে ধরে পাপার গালে চুমু দিলো অবনী। সাব্বিরও দিলো অবনীর কপালে। ছোট্ট অবনী। মেঘার শেষ স্মৃতি।

অবনীকে নিয়ে সাব্বির আজো বেচে আছে। অবনীকে জন্ম দিতে গিয়েই মেঘার জীবনাবসান ঘটে। পাঁচবছর হয়ে গেল মেঘা পৃথিবী ছেড়ে সাব্বিরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আর দিয়ে গেছে আজকের ছোট্ট পাঁচবছরের অবনীকে।

.

মেঘার কথা ভাবতে ভাবতেই সাব্বির অতীতে হারিয়ে ছিল। কিন্তু সাব্বির একা নয়, ছোট্ট অবনী আছে সাব্বিরের। তার স্বপ্নের দিকে তাকিয়ে সাব্বির আরেকটা বিয়ে করেনি। কারণ সৎ মা কেমন হয় কে জানে সেই ভয়ে সাব্বির নতুন কাউকে মেঘার

স্থানটি দেয়নি।

 

আর মেঘা রেখে গেল 

ভালোবাসার অসমাপ্ত গল্প।


Jwel Jwel

181 وبلاگ نوشته ها

نظرات