ডেইলি রুটিন

আজকের সারা দিনের আমার কাজকাম এর বিবরণ

সকাল ভোর পাঁচটা বাজে ঘুম ভাঙে,,, আমি দুইবার এর্লাম বন্ধ করে ৫:২০ ঘুম থেকে উঠি। 

তারপর ফ্রেস হয়ে আল্লাহর কাজ করি।

অফিসের জন্য রেডি হয়,,এসে দেখি আম্মু খাবার টিফিন রেডি করে রেখেছে। 

আমি একটু ভাত খেয়ে নিলাম।

তারপর আম্মুকে বললাম চলো বের হয়।

২ সপ্তাহ হয় আমি আব্বর কবরের কাছে যেতে পারিনি।

তাই আজকে আম্মুকে নিয়ে যাবো।

আর ছোট বোনকেও বললাম যেতে।৬:২০ এ বের হলাম

কবরের ওখানে দোয়া করে অফিসের উদ্দেশ্য রওনা হলাম

৬:৪৭ এ পৌঁছালাম। 

তারপর আমার একটা ছোট বোন বোনাম বান্ধবী আসলো রায় বাঘিনি একটা ননন্দী আছে সে আসলো,,, আমার আসে পাশের সকল কোয়ালিটি আসলো অফিসের

অপারেটর হেলপার লাইম ম্যান সব আসলো আর শুরু হলো আমাদের রোজকার কাজ কাম,সাথে তো খাওয়াদাওয়া আছেই কত রকমের লুকোচুরি খেলা,,

 

যে যার কাজকাম নিয়ে ব্যস্ত সময় পার করতে লাগলো,,,

ছুটির আগমুহূর্তে একটা কাজ আসলো আর সবার মাথায় পেসার ৪ টার আগে কাজ কমপ্লিট করতে হবে।

সবাই কত তাড়াহুড়ো করে কাজ শেষ করলো,, 

 

এপিএমের চিল্লা চিল্লি,,এ মনে হয় চিল্লায়লে মার্কেট পাওয়া যায়?

 


Salma Akter

274 Blog indlæg

Kommentarer