Today's topic " Abortion"

আমাদের সমাজের মাঝে ২ ধরনের মা আছে যারা এক পক্ষ আদরে মানুষ করে আর আরেক পক্ষ রাস্তায় ডাস্টবিনে ফালিয়ে রাখে নইতো ??

Abortion

 

Date ১৯২২৪

 

* গর্ভের বাচ্চা যদি কোন সমস্যার জন্য ২৮ সপ্তাহ বা ৭ মাসের আগে গর্ভপাত হয় তাকে Abortion বলে।

 

*কারন:-

 

গুজরায়ুর কোন সমস্যা, যেমনঃ-Tumor, Polyp টিউবও ডিম্বাশয়ের যদি কোন সমস্যা থাকে বাচ্চার জ্বীনগত ত্রুটি 8 ডায়াবেটিকস, হাইপ্রেসার। (২০ সপ্তাহ) ৫ কোন ধরনের ইনফেকশন।

 

* ধরনঃ- ৩টি প্রকারঃ-

 

Incompleate

 

Complete

 

Missed

Date

 

Tab:Rolac(10mg)(2+০+১) ৩দিন

 

Tab:-MaxPro (20mg)(2+0+2)-১০দিন বেশি জীবাণু থাকলে

 

*Dilatation and currattage (DSC)

 

*Complete: গর্ভপাতের পর সব জীবাণু পুরোপুরি রের হয়ে যাওয়াকে বুঝায়।

 

*Adv:- USG of 11/A

 

Comments:-complete abortion/normal study.

 

RX,,

 

Cap. I apec Plus stoto (১৫দিন)

 

Tab. maciPro (500 mg) ১+০+১-৫দিন Tab. Filmet/metry/Amodis (১৮১৮১) ৩দিন

Date

 

*Incomplete: গর্ভপাত হওয়ার পরও কিছু অংশ ভিতরে থাকা বুঝায়।

 

*লক্ষনঃ-

 

মাসিকের রাস্তা দিয়ে প্রচুর পরিমানে রক্ত যাবে।

 

ঘেতলপেটে প্রচুর ব্যাথা হবে।

 

*Ads:- CBC

 

USG of LIA

 

Comments:-Incomplete aborction.

 

*RX, কম বেশি জীবানু থাকলে

 

Meg Tab: Cytomis (200m (১+০+১)-৩দিন

 

Tab: Ciprocin (500 mg)/২+০+১)-৫দিন।

 

Tab:-Filmet (4oomg) (১+১+১)-৩দিন

Date

 

*Missed :- গর্ভধারনের বাচ্চাটা মারা গেছে কিন্তু জরায়ুতে আছে।

 

*Adv:- USG of L/A

 

Comments:- missed Abortion.

 

* করনীয়: এক্ষেত্রে বাচ্চার হাটবটি না থাকলে ১ সপ্তাহ অপেক্ষা করতে বলবো যদিনরমালী ডেলিভারী না হয় সেক্ষেত্রে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


Salma Akter

272 בלוג פוסטים

הערות