কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়। আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। নিজের যত্ন নিও অন্য কারো জন্য নিজেকে ভুলে যেও না। কারণ তুমি বেশী গুরুত্ব পূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে। কারণ তুমি তোমার ছাড়া আর কেউ নেই। অপরাধ না করেও যখন অপরাধ হয়ে যাও। তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কারো কাছে অসহ্য হওয়ার চেয়ে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। মায়া সেতো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে কারণ সে এসেছিল এসেছিল ভালো থাকতো। কিছু মানুষ ভালবাসতে জানে কিন্তু ভালো রাখতে জানে না। ভুল করতে পারে কিন্তু। ক্ষমা চাইতে পারে না কারণ তার শিক্ষা আছে কিন্তু তার বিবেক নেই। সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে। যাকে ভাবলে প্রিয়জন। সে তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকার বেশি জরুরী সেটা হল ধৈর্য সময় কখনও দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় না সময় দুঃখ-কষ্টকে মানিয়ে নেওয়া শিখিয়ে দেয়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমাকে খুঁজে নিতাম। কিন্তু তুমি তো বদলে গেছো। অতিরক্ত বিশ্বাস আর রাস্তার মানুষকে এক সময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে। আপন মানুষগুলো কথার ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় সে তখন নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার হাসিটাও কেড়ে নিয়ে চলে যায়। যখন দেখবা রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো দূর স্বপ্ন দেখে কারো কাটে আবার স্বপ্নগুলো ভেঙ্গে যাওয়ার যন্ত্রনাতে। অল্পতে যদি তোমার মন ভেঙ্গে যায় তবে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন
Nila Islam
18 Blog des postes