পৃথিবীর মানচিত্র

একজন শিক্ষার্থীর বিশ্বের মানচিত্র পড়া কতটুকু জরুরি?

 

পৃথিবীর প্রথম মানচিত্র টি ব্যাবিলনে অঙ্কন করা হয়। পোড়ামাটির ফলকে মানচিত্রটি অঙ্কন করা হয়। যদিও মানচিত্রটি শুধুমাত্র ব্যাবিলন শহর ছিল । তবে পুরো পৃথিবীর প্রথম মানচিত্রটি অঙ্কনের চেষ্টা করেন অ্যানাক্সিমিন্ডার নামক ব্যক্তি ।

 

বর্তমান সময়ে যারা একটি সরকারি চাকরির আশায় লেখাপড়া করছেন তাদের জন্য ম্যাপ পড়াটা জরুরি । কেননা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যেসব প্রশ্ন হয় তার সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য মানচিত্র আপনাকে পড়তে হবে । মানচিত্র পড়া ধারনা যদি আপনার থাকে তাহলে অনেক বিষয় গুলো আপনার কাছে সহজ হয়ে যাবে।

 

বিগত প্রায় পরীক্ষাগুলোতে দেখা যায় আন্তর্জাতিক প্রশ্নে দেশ, মহাদেশ,প্রণালী, মহাসাগর অর্থাৎ ভূগোল সম্পর্কে প্রশ্ন বরাবরই আসে । যদি পৃথিবীর মানচিত্র মাথায় থাকে তাহলে খুব সহজেই সেগুলোর আনসার করা যাবে ।তাই প্রতিটি স্টুডেন্টের মানচিত্র পড়া উচিত।


Hoimonti Shukla

137 בלוג פוסטים

הערות