সেনানিবাসে আশ্রিতদের নাম প্রকাশে সেনাপ্রধানের প্রতি মেজর হাফিজের আহ্বান

আওয়ামী লীগ ও শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে। প্রতিবেশি রাষ্ট্রের মদদে এরা ক্ষমতায় ছিল। দুর্বৃত্ত বলেই তারা সেনা

আওয়ামী লীগ ও শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে। প্রতিবেশি রাষ্ট্রের মদদে এরা ক্ষমতায় ছিল। দুর্বৃত্ত বলেই তারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে। সেনানিবাসে আশ্রয় নেয়া সবার নাম প্রকাশ করতে সেনাপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব-এর স্মরণসভায় এ কথা বলেন তিনি।

 

মেজর হাফিজ বলেন, বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেজন্য উপদেষ্টাদের বিপ্লব ধারণ করতে হবে। আর কোনো যড়যন্ত্রকারী যেন মাথাচাড়া দিতে না পারে এজন্য প্রধান উপদেষ্টাকে শক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।

 

তিনি আরও বলেন, সেনানিবাস দুর্বৃত্তদের অভয়ারণ্য হতে পারে না। বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে খুনী সরকারের প্রধানকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা।


Shorub Dey

24 블로그 게시물

코멘트