আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

তাল মাতাল মনটা কিছু তোমায় বলতে চাই, বেসামাল ভাবনা গুলো তোমায় ছুঁতে চাই।আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। না লেখা চিঠিগুলো মন পাহারায়। 

 

আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। রাতদিন চেনা তুমি ছিলে অজানায়, অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা।আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়।

 

সেই ব্যথা উঠলো ছেড়ে চোখেরই চাওয়া,আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তিহীন তুমি ছিলে আমার কল্পনায়।

 

সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায় । আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়।

 


Juboraj Hajong Raj

42 Blog Postagens

Comentários